শনিবার চিন্নাস্বামীতে আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়𒐪ে পুনরায় শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২৫। বাকি টুর্নামেন্টের জন্য ১০টি দল তাদের স্কোয়াডের সব ক্রিকেটারকে পাচ্ছে না। অনেক বিদেশি ক্রিকেটারই🎀 নতুন করে ভারতে ফিরছেন না তাঁদের আন্তর্জাতিক সিরিজের জন্য। আপাতত দেখে নেওয়া যাক ১০টি দল কোন কোন বিদেশি ক্রিকেটারকে স্কোয়াডে পাচ্ছে এবং কারা এবারের টুর্নামেন্ট ইতিমধ্যেই শেষ করে দেশে ফিরেছেন।
গুজরাট টাইটানস
জোস বাটলার লিগের ম্যাচগুলি খেলে দেশে ফিরবেন। প্লে-অফে বাটল🃏ারের বদলে গুজরাট শিবিরে যোগ দেবেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। লিগের ম্যাচগুলিতে পাও൲য়া যাবে কাগিসো রাবাদা ও শেরফান রাদারফোর্ডকে। রশিদ খান, করিম জানাত, দাসুন শানাকা ও জেরাল্ড কোয়েটজিকে বাকি টুর্নামেন্টে পাওয়া যাবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রোমারিও শেফ🎃ার্ড, ফিল সল্ট ও জেকব বেথেলকে পরবর্তী ২টি লিগ ম্যাচে দলে পাবে আরসিবি। টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন ও লুঙ্গি এনগিদিকে লিগের শেষ পর্যন্ত দলে পাওয়া যাবে। টুর্নামেন্টের শেষ পর্যন্ত পাওয়া যাবে নুয়ান তুষারাকে। হেজেলউডಌ ফিরতে পারেন বলে খবর। তবে তাঁর মাঠে নামা এখনও নিশ্চিত নয়।
পঞ্জাব কিংস
মাইকেল ওয়েন, আজমতউল্লাহ ওমরজাই ও মারকো জানসেনকে লিগের শেষ পর্যন্ত পাওয়া যাবে। জেভিয়ার বার্♐টলেট ও লকি ফার্গুসনের সাময়িক পরিবর্ত কাইল জেমিসনকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলে পা𓃲বে পঞ্জাব। জোশ ইংলিস, অ্যারন হার্ডি ও মার্কাস স্টইনিস অনিশ্চিত।
মুম্বই ইন্ডিয়ান্স
লিগ পর্বের শেষ পর্যন্ত পাওয়া যাবে উইল জ্যাকসকে। প্লে𒁃-অফে তাঁর পরিবর্ত হিসেবে যোগ দেবেন জনি বেয়া൲রস্টো। লিগ পর্বের শেষ পর্যন্ত পাওয়া যাবে রায়ান রিকেলটনকে। প্লে-অফে তাঁর পরিবর্ত হিসেবে যোগ দেবেন রিচার্ড গ্লিসন। শেষ লিগ ম্যাচ পর্যন্ত পাওয়া যাবে জেকবস ও করবিনকে। মুম্বই পুরো টুর্নামেন্টে দলে পাবে ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, রিস টপলি ও মুজিব উর রহমানকে।
দিল্লি ক্যাপিটালস
লিগ পর্বের শেষ পর্⭕যন্ত পাওয়া যাবে ত্রিস্তান স্টাবসকে। ফ্যাফ ডু'প্লেসি 🎉দলের সঙ্গে যোগ দিয়েছেন। দুষ্মন্ত চামিরা ও সেদিকউল্লাহ অটলকে পাওয়া যাবে শেষ পর্যন্ত। লিগের শেষ ম্যাচ পর্যন্ত পাওয়া যাবে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্ত প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে। ফিরছেন না স্টার্ক।
কলকাতা নাইট রাইডার্স
সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কুই൲ন্টন ডি'কক, স্পেনসার জনসন, রহমানউল্লাহ গুরবাজ ও এনরিখ নরকিয়াকে পাওয়া যাবে। ফিরবেন 𓆏না মইন আলি ও রোভম্যান পাওয়েল।
লখনউ সুপার জায়ান্টস
লিগ পর্বের শেষ পর্যন্ত পাওয়া যাবে এডেন মা🔴র্করামকে। মিচেল মার্শ, নিকোলাস পুরান, ডেভিড মিলার, ম্যাথিউ ব্রিৎজকে ও মায়াঙ্ক যাদবের পরিবর্ত প্লেয়ার উইল ও'রোর্ককে পাওয়া যাবে। ফিরছেন না শামার জোসেফ।
সানরাইজার্স হায়দরাবাদ
প✱্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, এনরিখ ক্লাসেন, কাম📖িন্দু মেন্ডিস ও ইশান মালিঙ্গাকে পাওয়া যাবে। ফিরছেন না উইয়ান মাল্ডার।
রাজস্থান রয়্যালস
শিমরন হেতমায়ের, লুয়ান-দ্রে-প্রিটোরিয়াস, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা𝔍 ও মাহিশ থিকশানাকে পাওয়া যাবে। ফিরছেন না জোফ্রা আর্চার ও নান্দ্রে বার্গার।
চেন্নাই সুপার কিংস
নূর আহমেদ, মাথিসা পথিরানা, ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভন কনওয়েকে পাওয়া যাবে। ফিরছেন না জেমি ওভার্টন, স্য𒅌াম কারান, রাচিন রবীন্দ্র ও ন্যাথন এলিস।