এই মুহূর্তে বাংলার বক্স অফিস জমজমাট। বক্স অফিস দখলের লড়াইয়ে নেমেছে দুটি বাংলা ছবি। গত ৯ মে মুক্তি পেয়েছিল, উইন্ꦡডোজ প্রোডাকশনের ছবি 'আমার বস'। মুক্তির পর ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের এই ছবি। রিপোর্ট বলছে, বক্স অফিসে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করছে 'আমার বস'। এদিকে আবার এরই মাঝে ময়দানে নেমেছে SVF-এর প্রযোজনায় তৈরি ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। ১৬ মে মুক্তি পেয়েছে ছবিটি।
কী বলছে বক্স অফিস রিপোর্ট? কেমন ব্যবসা করছে 'আমার বস' ও ‘দ্য একেন: বেনারসে বিভী𝔉ষিকা’? কার আয় কত?
আমার বস-বক্স অফিস
WBBO: West Bengal Box Office-এর রিপোর্ট অনুসারে, মুক্তির দ্বিতীয় 🎶সপ্তাহে এসে দ্বিতীয় শুক্রবার ‘আমার বস'-এর আয় ছিল ১৪.৫৫ লক্ষ, দ্বিতীয় শনিবার আয় হয় ২০.৩৩ লক্ষ, দ্বিতীয় রবিবার আয় হয় ২৯.২৭ লক্ষ। আর ১৯ মে দ্বিতীয় সোমবার এই ছবির আয় ছিল ১২.০৬ লꦿক্ষ টাকা। অর্থাৎ সব মিলিয়ে ‘আমার বস’-এর নেট আয় এই মুহূর্তে ২.৫৪ কোটি টাকা।
দ্য একেন: বেনারসে বিভীষিকা- বক্স অফিস
WBBO: West Bengal Box Office-এর রিপোর্ট অনুসারে, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-র মুক্তির দিন অর্থাৎ প্রথম শুক্রবার আয় হয়েছে ৩৪.৭৫ লক্ষ টাকা। প্রথমবার শনিবার আয় হয় ৫৩.৫০ লক্ষ টাকা, প্রথম রবিবার এই ছবির আয় ছিল ৭৯.৭৫ লক্ষ টাকা, আর ১৯ মে প্রথম সোমবার আয় হয়েছে ৩১.১৯ লকꦿ্ষ টাকা। সব মিলিয়ে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’র নেট আয় দাঁড়িয়েছেন ১.৯৯ কোটি টাকা।
বলাই বাহুল্য দুটি বাংলা ছবিই বক্স অফিসে মন্দ ব্য়াটিং করছে না। তবে শেষপর্যন্ত বক্স অফিস কে দখলে রাখে, তা সময়ই বলবে। এদিকে TollyBangla Box-Of🉐fice-এর রিপোর্ট অনুসারে 'আমার বস' ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়ে মোট ৬০টি শো পেয়েছে। অন্যদিকে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ মুক্তির প্রথম সপ্তাহে মোট ১৩১টি শো পেয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ💫্গত,♐ 'আমার বস' ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজিত এই ছবিতে রয়েছেন রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, গৌরব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
অন্যদিকে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্য একেন বেনারসে বি💖ভীষিকা’তে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর দুই সহচর হিসেবে আছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। এছাডꦿ়া অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, স্বীকৃতি মজুমদার, প্রমুখ।