বেলুনের ভিতর ঢুকে নববধূর বিয়েতে প্রবেশ, সঙ্গে ভগবান কৃষ্ণ ও দেবী রাধার পোশাক পরা নর্তকীরা। বেজায় চটলেন নেটিজেনরা…।
বেলুনে ঢুকে বিয়ে করতে আসছে কনে, দেখুন কাণ্ড
ব্রাইডাল এন্ট্রি। আজকাল যেকোনও বিয়ের অনুষ্ঠানের অন্যতম চর্চিত বিষয় এটি। বিয়েতে পরিবার, বন্ধুবান্ধব এবং অতিথিরা অধীর আগ্রহে বসে থাকেন যে কীভাবে নতুন কনে দারুণ একটা চমক নিয়ে তাঁদের সামনে এসে হাজির হবেন। বিগত বেশ কয়েক বছর ধরে নব দম্পতি কিংবা যাঁরা বিয়ের সমস্ত পরিকল্পনা করেন, তাঁরাই এই এন্ট্রিকে আরও সৃজনশীল করে তুলেছেন। কেউ ফুলের ছাউনির নিচে দিয়ে হেঁটে আসেন, কেউ আবার থেকে পরিবার বা বন্ধুদের কাঁধে চড়ে আসেন, আবার কখনও বাবা-মায়ের হাত ধরেও বিয়ের মণ্ডপে এসে হাজির হন নতুন কনে। এমনই নানান ধরনের ব্রাইডাল এন্ট্রি আজকাল বেশ জনপ্রিয়।
এরই মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন এক ধরনের ব্রাইডাল এন্ট্রির ভিডিয়ো। সেই ভাইরাল ক্লিপটিতে নববধূকে একটি বিশাল স্বচ্ছ বেলুনে মধ্যে ঢুকে বিয়ের মঞ্চে আসতে দেখা যাচ্ছে। যা অকল্পনীয় আবার কিছুটা নাটকীয়ও বটে। আবার কনে যখন ঢুকছেন, ঠিক তখনই সেই বিয়ের অনুষ্ঠানে কিছু নৃত্যশিল্পী ভগবান কৃষ্ণ ও দেবী রাধার বেশে কনের চারপাশে পারফর্ম করছিলেন। অনন্য এই ভাবনাটি সকলের মনোযোগ আকর্ষণ করেছে। আবার কিছু লোকজন এটা দেখেও সমালোচনা করতে ছাড়েননি। অনেকেই নানান প্রশ্ন তুলেছেন। উল্লেখযোগ্যভাবে, যদি HT বাংলার তরফে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।