বলিউডের জগতে তাঁকে সবাই মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই চেনেন। কিন্তু জানেন কি তিনি এমন একাধিক ছবির অফার প্রত্যাখ্যান করেছেন যেগুলো পরর্বতীতে ব্লকবাস্টার হিট হয়েছে। শুধু তাই নয় পেয়েছে একাধিক উপহার। তালিকায় আছে সলমন খানের একটি দারুণ হিট। কোন ছবি বলুন তো?
সলমনের করা কোন ছবি প্রত্যাখ্যান করেছিলেন আমির?
আমির খান সম্প্রতি মুম্বইয়ের একটি ইভেন্টে গিয়ে জানান তাঁর কাছে বজরঙ্গী ভাইজান ছবিটির অফার এসেছিল। তিনি সেই ছবির স্ক্রিপ্ট শুনেও ছিলেন। কিন্তু তারপরও সেই অফার ফিরিয়ে দেন। উল্টে তিনিই এই ছবিতে সলমনকে নেওয়ার কথা বলেছিলেন। এই বিষয়ে এদিন মিস্টার পারফেকশনিস্ট বলেন, 'আমি স্ক্রিপ্ট শুনে লেখককে বলেছিলাম এতে সলমন খানকে নিন। উনি এই রোলের জন্য বেশি ভালো। আমার স্ক্রিপ্ট খুব পছন্দ হয়েছিল। কিন্তু একই সঙ্গে আমার প্রতিক্রিয়া দেখে ওঁরা ভীষণই অবাক হয়েছিলেন।' আমি জানান তিনি ওঁদের সলমনের কাছে যেতে বললেও প্রথমে তাঁরা ছবির পরিচালক কবীর খানের কাছে যান, অবশেষে কবীর এই ছবির প্রস্তাব নিয়ে ভাইজানের কাছে যান।
শাহরুখ-সঞ্জয়ের ছবিও প্রত্যাখ্যান করেছিলেন আমির!
এদিন আমির খান আরও জানান তিনি কেবল সলমনের এই ব্লকবাস্টার হিট রিজেক্ট করেছেন যে সেটাই নয়। শাহরুখ খান সহ সঞ্জয় দত্তের একাধিক ছবির অফার তাঁর কাছেই প্রথম এসেছিল। কিন্তু তিনি সেগুলো ফিরিয়ে দেন। এই বিষয়ে তিনি জানান শাহরুখের ডর এবং সঞ্জয়ের লাগে রাহো মুন্নাভাই ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। যদিও এই হিট ছবিগুলোর অফার ফিরিয়ে দিলেও তার জন্য অভিনেতার অফসোস নেই বলেও জানান।
বজরঙ্গী ভাইজান প্রসঙ্গে
বজরঙ্গী ভাইজান ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। বিশ্বজুড়ে এই ছবিটি ৯১৮ কোটি ১৮ লাখ টাকা আয় করেছিল। ভারতে ছবির আয়ের পরিমাণ ছিল ৪৪৪ কোটি ৯২ লাখ টাকা। ৩৪ টি অ্যাওয়ার্ড আছে এই ছবির ঝুলিতে। এখানে সলমন খান ছাড়া ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, করিনা কাপুর, হর্ষালি মালহোত্রা, প্রমুখ।
আরও পড়ুন: ঋতুস্রাবের সময় কালীপুজোর কাজ করা যাবে না, অথচ যাঁর পুজো তিনি আদ্যোপান্ত একজন নারী: লগ্নজিতা