সন্দীপ্তার হবু বর সৌম্য হলেন হইচই-এর চিফ অপারেটিং অফিসার। জানা যাচ্ছে, সন্দীপ্তার বিয়েটা ৭ ডিসেম্বর হলেও আংটি বদল হবে ২ ডিসেম্বর। জানা যাচ্ছে, সন্দীপ্তা-সৌম্যর বিয়েটা নাকি দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার।
সন্দীপ্তা-সৌম্য
সামনেই বিয়ে জোর কদমে তারই প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আগামী ৭ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন সন্দীপ্তা। পাত্রের নাম তো এতদিনে সকলের জানা, সৌম্য মুখোপাধ্যায়। বিয়ের জোর তোড়জোড় চলছে। বিয়ের এখনও প্রায় ১ মাস বাকি। ইতিমধ্যেই শুরু হয়েছে 'আইবুড়ো ভাত' পর্ব। সন্দীপ্তা সেনের ইনস্টাগ্রামে তারই ঝলক উঠে এসেছে।
সন্দীপ্তার আইবুড়ো ভাতের আয়োজনে অবশ্য বিশেষ ঘটা ছিল না। খুবই ছিমছাম। তা কী কী ছিল মেনুতে? পোলাও, পাঁঠার মাংস আর রসোগোল্লা। আইবুড়ো ভাত পর্ব না হয় ছিমছাম, তবে বিয়ের আয়োজন কতদূর? এবিষয়ে সন্দীপ্তা সেন আনন্দবাজারকে বলেন, ‘আসলে কাজের চাপ রয়েছে, তার উপর বিয়ে, তাই চাপেই কাটছে আমার। কেনাকাটা অনেকটাই হয়ে গিয়েছে, বিয়ের বেনারসিও কেনা হয়েছে। গতকাল রাতে আমার এক বৌদির বাড়িতে নিমন্ত্রণ ছিল। বলেই দিয়েছিলাম, খুববেশি খাওয়াদাওয়া করতে পারব না। তাই মেনুতে মটন, পোলাও আর রসগোল্লা ছিল। আগামী বেশ কয়েকদিন নিমন্ত্রণ আছে, বুঝতেই পারছি, এভাবেই কাটবে।’