Anurager Chowa: 'সেনগুপ্ত পরিবার'-এ নতুন বছরেই উঠবে ঝড়! সোনার বরকে গুলি করে খুন করবে দীপা, কেন? Updated: 09 Apr 2025, 08:19 AM IST Subhasmita Kanji Anurager Chowa: কিছুদিন আগেই প্রকাশ্যে আসা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রোমো থেকে জানা গিয়েছিল বিয়ে করেছে সোনা। বাবা মাকে না জানিয়ে একজনকে বিয়ে করে সে। প্রাথমিক ভাবে মেনে নিলেও নববর্ষে কোন পদক্ষেপ নিতে চলেছে নায়িকা?