বিগ বস ওটিটির ১৩জন প্রতিযোগীর নাম সামনে এসেছে। শোনা যাচ্ছে, এই প্রতিযোগীদের তালিকায় রয়েছেন সাম্প্রতিক চর্চিত ও বিতর্কিত দুই নাম। যাঁরা হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি ও তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজান খানের বোন ফালাক নাজ।
বিগবসে নওয়াজ পত্নী আলিয়া ও শিজান খানের বোন ফালাক
ফের আসছে ‘বিগ বস ওটিটি’। এর দ্বিতীয় সিজনেরও সঞ্চালনা করতে চলেছেন ‘ভাইজান’ সলমন খান। ইতিমধ্যেই আলোচনায় উঠে আসছে এই শো। বিগ বস ওটিটির ১৩জন প্রতিযোগীর নাম সামনে এসেছে। শোনা যাচ্ছে, এই প্রতিযোগীদের তালিকায় রয়েছেন সাম্প্রতিক চর্চিত ও বিতর্কিত দুই নাম। যাঁরা হলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি ও তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজান খানের বোন ফালাক নাজ।
টাইমস নাউ-এর প্রতিবেদনে অনুসারে, ‘বিগ বস ওটিটি-২’-এর প্রতিযোগী হিসাবে থাকছেন আলিয়া সিদ্দিকি, আকাঙ্ক্ষা পুরী, জিয়া শঙ্কর, পুনীত সুপারস্টার, অবিনাশ সচদেব, সাইরাস ব্রোচা, ফালাক নাজ এবং পলক পুরসওয়ানি। এদের মধ্যে আলিয়া এই মুহূর্তে নওয়াজউদ্দিনের বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলার কারণে খবরে রয়েছেন। ফালাক নাজ, ভাই শিজানের সঙ্গে জড়িয়ে থাকা তুনিশা শর্মার মৃত্যুর মামলার কারণে খবর রয়েছেন। এদিকে আবার আকাঙ্ক্ষা পুরী হলেন 'স্বয়ম্বর: মিকা দি ভোতি' বিজয়ী।