বাংলা নিউজ > বায়োস্কোপ > Dadagiri-Sourav: 'পরিবর্তন ভালো...' জীবন নিয়ে সৃজাকে পরামর্শ সৌরভের, দিলেন রূপমের কোন উদাহরণ?
পরবর্তী খবর
Dadagiri-Sourav: 'পরিবর্তন ভালো...' জীবন নিয়ে সৃজাকে পরামর্শ সৌরভের, দিলেন রূপমের কোন উদাহরণ?
1 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2023, 11:30 AM ISTSubhasmita Kanji
Dadagiri-Sourav: দাদাগিরির মঞ্চে জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ পড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন জীবনে পরিবর্তন আসবেই। আর কী শেখালেন তিনি এদিন বাঘা যতীন খ্যাত সৃজাকে।
জীবন নিয়ে সৃজাকে পরামর্শ সৌরভের
সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসেছিলেন বাঘা যতীন টিমের সদস্যরা। এদিন যেমন তাঁরা এখানে দাদার সঙ্গে খেলেন তেমনই করেন তাঁদের আগামী ছবির প্রচার। কিন্তু এসবের মাঝেই বাঘা যতীন ছবির নায়িকা অর্থাৎ সৃজাকে জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ পড়লেন সৌরভ।
দাদাগিরির মঞ্চে সৃজাকে জীবনের পাঠ সৌরভের
সবে কলেজের সেকেন্ড ইয়ার। বাঘা যতীনই তাঁর প্রথম ছবি। ইতিমধ্যেই নজর কেড়েছেন দেবের নতুন নায়িকা সৃজা। এদিন দাদাগিরির মঞ্চে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জীবনের পরিবর্তন নিয়ে তাঁকে কথা বলতে শোনা গেল। তিনি জানান তিনি খুব অধৈর্য হয়ে পড়েন। জীবনে অনেক পরিবর্তন এসেছে তাঁর। এটা কী করে হ্যান্ডেল করবেন?
সৃজার উত্তরে সৌরভকে বলতে শোনা যায়, 'অধৈর্য হওয়া ভালো তো। এটাই তো বয়স অধৈর্য হওয়ার। আমার মতো বয়সে এসে অনেক কথা বলা যায়। আর পরিবর্তন নিয়ে এত ভাববে না। জীবনে পরিবর্তন তো আসবেই। আর সেটা ভালো। জীবনে ভালোর জন্যই পরিবর্তন আসে, সবার জীবনেই আসে এটা। তাই চিন্তাই করবে না এসব নিয়ে। পারবে কী পারবে না এসব নিয়ে ভাববে না।'
তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, '১০ বছর আগে আমি যখন এই মঞ্চে আসি আমি ভেবেছিলাম আমি এক মাসও টিকব না। এখন দেখো ১০ বছর কেটে গেল। তাই একদম ভাববে না।' সৌরভ পাশাপাশি রূপম ইসলামেরও উদাহরণ দেন যিনি এই ছবির ‘এই দেশ আমার’ গানটি গেয়েছেন। রক গায়কের উদাহরণ টেনে তিনি বলেন, 'রূপম তো স্কুল শিক্ষক ছিল। আজ দেখো ও একজন গায়ক। ফলে জীবনের নিয়মই পরিবর্তন।'
এদিন দাদাগিরির মঞ্চে সৃজা, ইমন এবং দেবের সঙ্গে সৌরভকে ক্যাটওয়াক করতে দেখা যায়। বাদ দেন না দেবের সঙ্গে খুনসুটি করতেও। গানে, আড্ডায় শনিবারের দাদাগিরির পর্ব একেবারেই জমে উঠেছিল।