দুবাইয়ের গ্যালারিতে যেদিন এক মহিলার সঙ্গে দেখা গেল যুজবেন্দ্র চাহালকে, তার পরদিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ধনশ্রী বর্মা। সোমবার নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে ধনশ্রী বলেন, ‘মেয়েদের দোষ চাপানোটা সবসময় ফ্যাশনেই থাকে।’ সেই স্টোরিতে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের একাংশের ধারণা, ট্রোলারদের নিশানা করেই সম্ভবত ওরকম পোস্ট করা হয়েছে। চাহাল এবং ধনশ্রীর ডিভোর্সের মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কটাক্ষ শুনতে হচ্ছে, তা নিয়েই হয়ত তিনি ওরকম পোস্ট করেছেন। একহাত নিয়েছেন ট্রোলারদের। যদিও বিষয়টি নিয়ে ধনশ্রী নিজে কিছু বলেননি। চাহালের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এমনিতে গত কয়েক সপ্তাহ ধরে চাহাল এবং ধনশ্রীর ডিভোর্স নিয়ে তুমুল কানাঘুষো চলছে। একটি মহলের তরফে তো দাবি করা হচ্ছিল যে দু'জনের বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে। মিটে গিয়েছে আইনি প্রক্রিয়াও। যদিও ধনশ্রীর আইনজীবী অদিতি মোহন বলেছেন, ‘(বিবাহ বিচ্ছেদের আইনি) প্রক্রিয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাই না আমি। বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে। কোনও বিষয় নিয়ে হইচই করার আগে পুরো বিষয়টি যাচাই করে দেখা উচিত। অনেক উলটো-পালটা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে।’
দুবাইয়ের গ্যালারিতে হাজির ছিলেন চাহাল
তারইমধ্যে রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের ম্যাচ দেখতে দুবাইয়ের গ্যালারিতে হাজির ছিলেন চাহাল। তাতে কেউ অবাক না হলেও চাহালের পাশে বসে থাকা যুবতীকে নিয়েই যাবতীয় হইচই পড়ে যায় নেটপাড়ায়। ওই মহিলা আসলে কে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। সেখানেই থেমে থাকেনি জল্পনা। কানাঘুষো শুরু হয়ে যায় যে ভারতের স্পিনার কি প্রেমে পড়েছেন?
চাহালের সঙ্গে হাজির যুবতী আসলে আরজে!
তারইমধ্যে একটি মহলের তরফে দাবি করা হয়, চাহালের সঙ্গে যে মহিলা বসেছিলেন, তিনি আদতে একজন রেডিয়ো জকি (আরজে)। তাঁকে আগেও নাকি চাহালের সঙ্গে দেখা গিয়েছে। ফের দুবাইয়ের গ্যালারিতে দু'জনকে একসঙ্গে দেখা গেল বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে চাহাল বা মহিলা কোনও মন্তব্য করেননি। তাতে জল্পনার বহর থামছে না। বরং যে কানাঘুষো চলছে, তারইমধ্যে দুবাইয়ের স্টেডিয়ামে ভারতীয় স্পিনারের উপস্থিতি এবং পরবর্তীতে যা ঘটেছে, তাতে জল্পনা আরও বাড়ছে।
ধনশ্রীকে নিয়ে মুখ খোলেন উরফিও
এমনিতে দিনকয়েক আগে উরফি জাভেদ ইঙ্গিত দিয়েছিলেন যে ডিভোর্স নিয়ে কানাঘুষোর মধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ধনশ্রী। হিউম্যানস অফ বম্বে পডকাস্টে তিনি বলেছিলেন, ‘আমি ওর সমর্থনে একটা স্টোরি পোস্ট করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে ওর সঙ্গে সঠিক ব্যবহার করা হচ্ছে না। ও আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আর আমি সমর্থন করায় আমায় ধন্যবাদ জানিয়েছিল। কারণ ও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল।’