হাতে গোনা আর মাত্র ক'টা দিন। ১৯শে জানুয়ারি মনের মানুষ রুবেল দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ নায়িকা। শ্বেতার বিয়ে নিয়ে সিরিয়ালের সেটে এখন ব্যাপক হইচই। তবে কাজ চলছে নিয়মমাফিক। পর্দায় মনের কথা অনিকেতের সঙ্গে ভাগ করে নিতে পারে না শ্যামলী, বাস্তবের ছবিটা কিন্তু উলটো। আরও পড়ুন-এক ছাদের তলায় থাকেন না গোবিন্দা-সুনীতা! বিয়ের ৩৭ বছর পর আচমকাই দূরত্ব দাম্পত্যে?
শ্বেতা-রণজয়ের বন্ধুত্বের বন্ধন বেজায় মজবুত। সহকর্মী তথা বন্ধু শ্বেতার বিয়েতে কী পরিকল্পনা রণজয়ের? হিন্দুস্তান টাইমস বাংলাকে নায়ক বললেন, 'এসেই তো গেল। আমার একটা শিবের বিয়ে নাচ খুব ভাইরাল হয়েছিল। ঠিক করেছি, ‘আজ শ্বেতার বিয়ে রে, টোপর মাথায় দিয়া রে-আমি এই গানে নাচব (হাসি)।’ শ্বেতার বিয়েতে তিনি উপস্থিত থাকবেন নিশ্চিত করলেন রণজয়।
হবু দম্পতির জন্য কী বার্তা? প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তেজিত রণজয় বললেন, ‘ওরা দারুণ কপল। ওরা খুব ভালো থাকুক। শ্বেতাকে আমরা তো ফ্লোরে দেখি। শ্বেতা পাক্কা স্ত্রী, পুরো ম্যারেজ মেটিরিয়াল। ওর সম্পর্কে তিনটে অপশন দিতে বললে, সবকটাতেই আমি ওয়াইফ বাছাব। ও শ্যুটিংটা করে আর রুবেলকে নিয়ে থাকে। এই কাট (শটের পর), এই রুবেল। সেটা সেটে সবাই দেখতে পায়’।
শ্বেতার বিয়ের জেরে ২-৩ দিন ছুটি থাকতে পারে কোন গোপনে মন ভেসেছে-র ইউনিট। এখনও নিশ্চিত নয়। রণজয় বললেন, ‘আমি তো ছুটি পাই না। যদি ওই দু-দিন ছুটি পাই তাহলে গাড়ি নিয়ে কোথাউ একটা বেরিয়ে আসব। এখনও কিছুই ঠিক নেই’।