বাংলা নিউজ > বায়োস্কোপ > গাঁটছড়া: দ্যুতির মা হওয়ার মিথ্যে খবরে দোষ পড়ল খড়ির উপর, কী শাস্তি পাবে সে?
ফের টিআরপি তালিকায় সেরার জায়গা দখল করে নিয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’। আপাতত সেখানে ধুন্ধুমার কাণ্ড! কারণ, দ্যুতি যে প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে কথা বলেছে তা ধরে ফেলেছে খড়ি। আর সে দিদিকে সময় দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে এই কথা তাকে জানাতে হবে সিংহরায় পরিবারকে। নয়তো সে নিজদেই সবটা সবাইকে জানিয়ে দেবে।
যদিও ২৪ ঘণ্টা হওয়ার আগেই ‘গাঁটছড়া’-তে ঘটে গেল বড় কাণ্ড। দ্যুতির প্রেগন্যান্সির রিপোর্ট হাতে এসে গেল ঋদ্ধিমান সিংহ রায়ের। আর তারপর গোটা পরিবারের রোষ গিয়ে পড়ল খড়ির উপরেই। এমনকী, মিথ্যেকে হাতিয়ার করে নিজেকে বাঁচাতে দ্যুতিও বলে বসল, প্রেগন্যান্সির ভুয়ো খবর বলে বিয়ে করতে তাঁকে খড়িই বলেছে। আরও পড়ুন: বিকিনি টপে স্পষ্ট শোলাঙ্কির ক্লিভেজ-পেট, ‘খড়ি তোমায় এরকম ভাবিনি’ কষ্ট পেল দর্শক