রূপালীর কথায়, ‘আমি রোজ অপরাধবোধ নিয়ে শ্যুটিংয়ে যাই। তবে আমার কাছে এটা আশীর্বাদ, যে আমি একজন ভালো স্বামী পেয়েছি। আমার স্বামী এটা প্রমাণ করে দিয়েছেন, সবসময় স্ত্রীকে বাড়ির দায়িত্ব পালন করতে হবে, স্বামী বাইরে কাজে যেতে হবে এটা সত্য়ি নয়। আমার সন্তানের জন্য আমার স্বামী বাবা-মা দুই দায়িত্বই পালন করছেন।’
'অনুপমা' রূপালী
নাম 'অনুপমা', ছোটপর্দার দর্শক অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়কে এখন এই নামেই চেনেন। ছোটপর্দার 'সেরা মা' তিনি। তবে পর্দার ‘অনুপমা’র সঙ্গে তাঁর বাস্তব জীবনের ছবিটা নাকি একেবারেই মেলে না। এমনটাই মনে করেন রূপালী। তাঁর আফসোস, বাস্তবে 'মা' হিসাবে তিনি ব্যর্থ, ছেলে রুদ্রাংশের জন্য এক্কেবারেই ‘ভালো মা’ হয়ে উঠতে পারেননি তিনি। সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানান কথ༒া বলেছেন পর্দার 'অনুপমা'।
‘অনুপমা’ চরিত্রটি বর্তমানে ছোটপ𒁏র্দার ঘরে ঘরে পরিচিত নাম। তাঁর মতো চরিত্র ঘরে ঘরে রয়েছে, এমনটাই মনে করেন রূপালী গঙ্গোপাধ্যায়। চরিত্রটি কেন এত জনপ্রিয়? এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে রূপালী বলেন, ‘আসলে চরিত্রটি খুব সুন্দর করে লেখা হয়েছে। অনুপমা আসলে প্রতিটি নারীর গল্প। আপনি প্রতিটি বাড়িতে এমন একজন অনুপমাকে পাবেন। আমরা শহরবাসী নারীমুক্তির কথা বলি ঠিকই, তবে ভারতের ৮০ শতাংশ মানুষ এখনও পিতৃতন্ত্রে বিশ্বাসী। মেয়েরা নিজের মধ্যে অনুপমাকে খুঁজে পান। অনুপমা নিখুঁত নন। আমি মনে করি, এই পৃথিবীতে কেউই নিখুঁত নন। 🍸তাই অনুপমার যে অসম্পূর্ণতা এবং দুর্বলতা রয়েছে তাঁর সঙ্গে দর্শকরা নিজেদের মেলাতে পারেন।’