কালীঘাট মেট্রোয় চুম্বনে লিপ্ত এক যুগল। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল এমনই একটা ভিডিয়ো। আর যুগলের এমন কাণ্ড ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। কেউ কেউ যদিও তাঁদের সমর্থনেও গলা চড়িয়েছেন। যেমন বিরসা দাশগুপ্ত, শ্রীলেখা মিত্ররা যুগলের সমর্থনেই কথা বলেছেন। তবে এনিয়ে নৃত্যশিল্পী-অভিনেত্রী মমতা শঙ্করের সম্পূর্ণ ভিন্ন মত।
ঠিক কী বললেন মমতা শঙ্কর?
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মমতা শঙ্কর। বলেন, ‘এর মতো খারাপ জিনিস হয় না। আমি এর বিরুদ্ধে। কারণ, এরপরে সমস্ত কিছু করার সাহস হয়ে যাবে। স্থান-কাল-পাত্র বলে কোনও ব্যপার থাকবে না! এটা কী, আমরা কী! জন্তুরাও তো আমাদের থেকে অনেক ভালো। এই জন্যই তো এসব হচ্ছে আজকাল, এত রেপ হচ্ছে, আজকাল এতকিছু হচ্ছে। বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে, ওরা ছোট থেকেই এইসব দেখছে। ওদের মূল্যবোধ কোথায় যাবে!’
মমতা শঙ্কর আরও বলেন, ‘ভালোবাসা মানুষের মধ্যে থাকবেই, তবে সেটার আরও মাধুর্য বাড়ে যখন সেটার একটা আব্রু থাকে। বিদেশ থেকে যেগুলো খারাপ জিনিস, যেগুলো ওরা বর্জন করছে, সেগুলোকে আমরা নিচ্ছি।’