বাংলা নিউজ > বায়োস্কোপ > Mission Raniganj Box Office Day 1: কচ্ছপের গতিতে বক্স অফিসে পথচলা শুরু মিশন রানিগঞ্জ-এর! প্রথম দিনের আয় কত?
পরবর্তী খবর
Mission Raniganj Box Office Day 1: কচ্ছপের গতিতে বক্স অফিসে পথচলা শুরু মিশন রানিগঞ্জ-এর! প্রথম দিনের আয় কত?
1 মিনিটে পড়ুন Updated: 07 Oct 2023, 10:29 AM ISTTulika Samadder
মাসখানেক আগেই ওএমজি ২ দিয়ে হিট দিয়েছেন অক্ষয় কুমার। তবে মিশন রানিগঞ্জ-এর শুরুটা হল একটু ঢিমেতালে। কত আয় করল ছবি?
অক্ষয় কুমারের মিশন রানিগঞ্জের প্রথম দিনের আয় কত?
অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়ার মিশন রানিগঞ্জ মুক্তি পেয়েছে শুক্রবার ৬ অক্টোবর। এর আগে ১১ অগস্ট বক্স অফিসে এসেছিল ওএমজি ২। ছবি ১৫০ কোটির উপর রোজগার করে বক্স অফিসে। বহুদিন পর হিটের মুখ দেখেন খিলাড়ি কুমার। এদিকে দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেল মিশন রানিগঞ্জ। শুরুটাও হল বেশ ঢিমেতালে। sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিনে ছবির ব্যবসা মাত্র ২.৮ কোটি
জানা যাচ্ছে, শুক্রবার সামগ্রিকভাবে হিন্দি বাজারের ১১.৮৩% দখলে ছিল মিশন রানিগঞ্জ-এর। সকালের শোগুলির দখল ছিল ৯.৮৪%, রাতের শোগুলিতে তা বেড়ে ১৮%-এর কাছাকাছি হয়। এখন দেখার শনি ও রবিবারে বাড়ে কি না অক্ষয়ের ছবির আয়। নাকি, ফের একবার ফ্লপের খাতায় নাম ঢুকে যায় খিলাড়ির। আরও পড়ুন: ‘বয়স হলে ওজন বাড়বেই’! ফোটোশপে নিজেকে রোগা করার চেষ্টা, ট্রোলের মুখে ঐশ্বর্য
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ জল ঢুকে বন্ধ হয়ে ভূগর্ভে থাকা খনির বড় অংশে। আটকা পড়েন ৭১ জন কর্মী। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকার্য। এই যশবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে পরিণীতি চোপড়া।