সঙ্গীতশিল্পী প্রীতম চক্রবর🔥্তীর স্টুডিয়োতে বড়সর চুরির খবর বেশ কিছু দিন আগে প্রকাশ্যে এ🐼সেছিল। জানা গিয়েছিল নগদ ৪০ লক্ষ টাকা নিয়ে নাকি পালিয়ে গিয়েছে গায়ক প্রীতম চক্রবর্তীর স্টুডিয়োতে কর্মরত বছর ৩২-এর এক অ্যাসিস্ট্যান্ট। ঘটনায় মালাড খানায় অভিযোগ দায়েরও করেছিলেন প্রীতমের ম্যানেজার। আর এবার অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্তকে।
এএনআই সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের মালাড পুলিশ সঙ্গীত পরিচালকের অফিস থেকে ৪০ লক্ষ টাকা ཧচুরির ঘটনায় অভিযুক্ত তাঁর অফিস বয়কে গ্র🐻েফতার করেছে। তাকে জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। চুরি যাওয়া টাকার ৯৫% উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ‘পাগল নাকি?’! পাশে বউ আলিয়া, পাপারাৎজিদ🐼ের কোন অনুরোধে সটান ‘না’ রণবীর কাপুরের?
অভিযুক্তের নাম আশিস বুটিরাম সায়াল। তাঁর বয়স ৩২ বছর। সে প্রীতম চক্রবর্তীর বাড়িতে জিনিসপত্র পৌঁছে দেওয়ার অজুহাতে স্টুডিয়ো থেকে ৪০ লক্ষ টাকা ভর্তি ব্যাগ চুরি করেছিল। মালাড পুলিশ ১৫০ থেকে ২০০টি সিসিটিভি ক্যামেরার ভিডিয়ো দেখে তদন্ত করে তাকে খুঁজে বে🅠র করে।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর ২টোর দিকে। সেই সময় মধু মন্টেনার অফিস থেকে প্রোডাকশন হাউসের এক কর্মচারী প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিয়ো 'ইউনিমিউজ রেকর্ডস প্রাইভেট লিমিট🎀েড'-এ যান। সে প্রীতমের ম্যানেজার বিনীত ছেডাকে ৪০ লক্ষ টাকা নগদ সহ একটা ব্যাগ দেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আশিস সায়াল, আহমেদ খান এবং কমল দিশা। টাকা দেওয়ার পর প্রীতমের ম্যানেজার বিনীত ছেডা নগদ টাকা গুনে একটি ট্রলি ব্যাগে ভরে রাখেন। চুরি যাওয়া ব্যাগে ৫০০ টাকার ৮ হাজার নোট ছিল বলে জানা গিয়েছিল। টাকা রেখে বিনীত প্রীতমের💝 বাড়িতে যান। গায়ককে দিয়ে কিছু কাগজপত্রে সই করানোর জন্য। রাত সাড়ে ১০টার দিকে ফিরে এসে দেখেন ব্যাগটি নেই।
আরও পড়ুন: জন্মদিনেও পা🔴শে নেই যিশু, মহাকুম্ꦇভে নীলাঞ্জনা! মেয়েদের নিয়ে নয়, গেলেন অন্য ২ কাছের মানুষের সঙ্গে
বিনীত ছেডাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জান🌼ান, আশিস সায়াল টাকার ব্যাগটি নিয়ে গিয়েছিলেন, তিনি বলেছিলেন, সেই ব্য়াগ তিনি প্রীতমের বাড়িতে পৌঁছে দেবেন। এরপর আশীস আর প্রীতমের বাড়িতে যায়নি, এমনকি স্টুডিয়োতেও🅘 ফিরে আসেননি।
যদিও ঘটনার পর প্রীতম তাঁর কর্মীদের কিছুক্ষণের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন। কারণ, আশীস নামের ওই যুবক তাঁর স্টুডিয়োতে গত ৭ বছর ধরে কাজ করছেন। তবে বেশ কয়েকদিন আশীꦇসের কোনও খোঁজ না মিললে, সঙ্গীতশিল্পীর ম𝓀্যানেজার পুলিশের দ্বারস্থ হন।