পলক তিওয়ারি বলেন, ‘আমার মা জীবনে সবটাই দেখেছেন, ভালো মন্দ সবটাই। ওঁর এমনও দিন গিয়েছে যখন মা বস্তিতে একটা কামরার ঘরে থাকতেন। ওই একটা ঘরেই আমার দিদা, দাদু, মা সকলেই থাকতেন। সেখান থেকেই আমার মায়ের জীবনের শুরু।এসব শোনার পর বুঝতেই পারছেন, সকলেই সোনার চামচ মুখে নিয়ে জন্মান না।'
শ্বেতা তিওয়ারি-পলক তিওয়ারি
বহু অল্প বয়সেই অভিনয় দুনিয়ায় পা রেখেছেন। তবে 'কসৌটি জিন্দেগি কি'-'প্রেরণা' হিসাবেই তাঁকে চিনেছিল দর্শক। জনপ্রিয়তার শিখরে পৌঁছেছলেন শ্বেতা তিওয়ারি। শ্বেতার বয়স এখন ৪২, চুটিয়ে কাজ করে চলেছেন। তবে নিজের জীবনে কিছু কম চড়াই-উৎরাই দেখেননি শ্বেতা। খারাপ-ভালো সবকিছুরই মুখোমুখি হয়েছেন। সম্প্রতি মায়ের জীবন নিয়ে মুখ খুলেছেন শ্বেতার মেয়ে পলক।
পলক তিওয়ারি বলেন, ‘আমার মা জীবনে সবটাই দেখেছেন, ভালো মন্দ সবটাই। ওঁর জীবনে সুন্দর একটা গ্রাফ রয়েছে। এমনও দিন গিয়েছে যখন মা বস্তিতে একটা কামরার ঘরে থাকতেন। ওই একটা ঘরেই আমার দিদা, দাদু, মা সকলেই থাকতেন। সেখান থেকেই আমার মায়ের জীবনের শুরু।’ কথাগুলি বলার পরেই পলক বলেন, ‘এসব শোনার পর বুঝতেই পারছেন, জীবনে সবকিছু সহজে আসে না। সকলেই সোনার চামচ মুখে নিয়ে জন্মান না। একদিন আমার দিদা-দাদু মাকে অনেক কিছু দিতে পারেননি। মা অনুভব করেছিলেন, তিনি তাঁর ভবিষ্যৎ প্রজন্মকেও এই একই জীবন দিতে চাননা।’