রাজ-শুভশ্রী টলিপাড়ার পাওয়ার কাপল হিসাবেই পরিচিত এই দম্পতি। দুই ছেলে-মেয়ে ইউভান ও ইয়ালিনিকে নিয়ে আপাতত সুখে সংসার করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অতি সম্প্রতি দাদা ইউভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনির মুখ দেখিয়েছেন এই তারকা দম্পতি। আবার দুই ছেলে-মেয়েকে নিয়ে এক পারিবারিক ছবিও প্রকাশ করেছেন তাঁরা। যেখানে রাজ-শুভশ্রী-ইউভান-ইয়ালিনি, ৪জনকেই দেখা গিয়েছে।
আর এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এল দুই ভাইবোন ইউভান-ইয়ালিনির এক আদুরে ছবি। যেখানে বোন ইয়ালিনিকে কোলে নিয়ে দেখা গিয়েছে দাদা ইউভানকে। ছবিতে ১০ মাসের ইয়ালিনিকে কোলে নিতে দেখা যাচ্ছে বছর ৪-এর ইউভানকে। ছোট্ট ইয়ালিনির পরনে নীল জিন্সের ফুল প্যান্ট, গালে কালো স্ট্রাইপ স্ট্রাইপ প্য়ান্ট, আর পায়ে সাদা কাপড়ের মোজা, মাথার চুল ছোট্ট ছোট্ট ক্লিপ দিয়ে আটকানো। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাব ও টলিউড অনলাইনের ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবির ক্যাপশানে লেখা, ‘বড় আদরের ছোট বোন’।
আরও পড়ুন-মিলল না অনুমতি, এদেশে শেষপর্যন্ত মুক্তি পাচ্ছে না ফাওয়াদ-মাহিরার 'দ্য লিজেন্ড অফ মওলা জাট'