টলিপাড়ার সবথেকে বেশি চর্চিত স্টার কিডস তারা। নিত্যদিনই চর্চায় থাকে রাজ-শুভশ্রী পুত্র ইউভান-ইয়াল♎িনি। জন্ম মুহূর্ত থেকে শুরু করে স্কুলে যাওয়া, ইউভান প্রতিদিন কখন ঠিক কী করছে, তা নিয়ে নেটপাড়ার আগ্রহের অন্ত নেই। আর এখন ইউভানের সঙ্গী তার বোন ইয়ালিনি। সেও এখন ন🌠েটিজেনদের নয়নের মণি। তাই রাজ কিংবা শুভশ্রী ইউভান কিংবা ইয়ালিনির কোনও মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কিনা, অনুরাগীদের নজর থাকে সেদিকেই।
আর ৯ মার্চ রবিবাসরীয় সকালে নিজের ইনস্টাস্টোরিতে দুই ছেলেমেয়ের সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে প্রথম দুটি মুহূর্তই ইউভানের। তাকে ক্যারাটে শিখতে দেখা যাচ্ছে। প্রথম ছবিতে সাদা রঙের ক্যারাটের পোশাকে দেখা মেলে রাজপুত্রের। দ্বিতীয়টি ভিডিয়োতে ক্লাস করতে দেখা যাচ্ছে তাকে। আর এর পরের দুটি ছবির একটিতে ইউভানের সঙ্গে অন্যটিতে ইয়ালিনির সঙ্গে দেখা যাচ্ছে শুভশ্রী♚কে। নিজেই গাড়ি ড্রাইভ করে দুই সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছেন নায়িকা।
বলা ভালো রবিবাসরীয় সকালটা ঠিক কীভাবে 💦কেটেছে, তারই ঝলক শেয়ার করেছে শুভশ্র𒊎ী।

এদিকে দুইদিন আগেই ছেলের সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছিলেন বাবা রাজ চক্রবর্তী। যেখানে মাটিতে বসেই চক দিয়ে ইংরাজি অক্ষর লিখতে দেখা যায় ইউভানকে। 🐽বোঝাই যায়, সারা সপ্তাহ স্কুলের পরেও ছুটির দিনেও পড়াশোনাতে মন দিয়েছে রা🐟জপুত্র। ভিডিয়োটি পোস্ট করে রাজ লেখেন, 'আমার স্টার, আমার বেবি, আমার জান'। আর এই ভিডিয়োর নিচে শুভশ্রী লেখেন, ‘আমার জান’।
রাজ-শুভশ্রী বারবারই বিভিন্ন সাক্ষাৎকারে বলে এসেছেন। কাজের পর তাঁদের ফার্স্ট প্রায়োরিটি তাঁদের সন্তান। এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী বলেছিলেন, তাঁর যদি অনেক টাকা থাকত, তাহলে কা💖জ না করে শুধুই ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতেন। এই মুহূর্তে তাঁর ও স্ত্রী শুভশ্রীর জীবনের সেরা এই সময় তাঁদের সন্তানদের সঙ্গে꧒ই কাটছে।
প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইউভানের জন্ম দেন শুভশ্রী। আর 🧸ইয়ালির জন্ম হয় ২০২৩ সালে। বর্তামানে ইউভানের বয়স ৪+। আর ইয়ালিনি এখন ১+। এই ভাইবোনের বয়সের ফারাক মাত্র ৩ বছর ২ মাসের।
এদিকে এই মুহূর্তে শুভশ্রীর হাতে একাধিক কাজ। শীঘ্রই দেবালয় ভট্টাচার্যের ভূতের ছবির নায়িকা হতে চলেছেন তিনি। আবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহ গৌরাঙ্গ নাম রে’তেও নোদিনী হিসেবে দেখা যাবে শুভশ্রীকে। তাঁর হাতে রয়ে𒊎ছে আরও একটি হল পিরিয়ড ড্রামা, পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরবর্তী ম্যাগনাম অপাসে ‘রায়বাঘিনী ভবশঙ্ꦑকরী’র চরিত্রে দেখা যাবে রাজ-পত্নীকে।