ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে উদ্বিগ্ন গোটা ভারতবাসী। প্রায় প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় ভারত সরকার এবং সেনাবাহিনী✤র প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। সেনাবাহিনীর গর্বে গর্বিত হয়েছেন সোনাক্ষী সিনহাও, তবে এই যুদ্ধ আবহে আরও একটি বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে।
বৃহস্পতিবার রাতে সোনাক্ষী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমি সশস্ত্র বাহিনীর জন্য প্রার্থনা করছি.. ভারতের জন্য প্রার্থনা করছি... এই মুহূর্তে প্রতিটি উদ্বিগ্ন ভারতীয়দের জন্য প্রার্থনা করছি... নিরীহ মানুষদের জন্য প্রার্থনা করছি যার෴া এই যুদ্ধ আবহে প্রাণ হারিয়েছেন... যুদ্ধের এই সময়ে শান্তির জন্য প্রার্থনা করছি.. জয় হিন্দ।’
আরও পড়ুন: 'আমার ভাই আমাকে...', জম্মু থেকে ভা💟ইয়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্ট করলেন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাবাকে নিয়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কে🤪মন আছেন সময় রায়নার বাবা?
তবে এখানেই তিনি থেমে যাননি। মিডিয়া এবং জনগণকে সোশ্যাল মিডিয়া এবং অন্য প্ল্যাটফর্মে রিয়েল টাইম সংবাদ শেয়ার না করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেটি শেয়ার করে সোনাক্ষী সকলকে অনুরোধ করেছেন যাতে এই কঠিন সময়ে খবরকে অতಞিরঞ্জিত না করা হয়।

সোনাক্ষী লিখেছেন, ‘সংবাদ চ্যানেলগুলিতে শুধুই সার্কাস চলছে। এই অতিরঞ্জিত ভিজ্যুয়াল, সাউন্ড এফেক্ট, চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছি। ꦬদয়া করে আপনারা শুধুমাত্র আপনাদের কাজ করুন। তথ্য পরিবেশন করুন। যুদ্ধকে চাঞ্চল্যকর করে তুলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেন না। মানুষ কেবল একটি নির্ভরযোগ্য সংবাদ দেখার আশা রাখেন, দয়া করে সংবাদের নামে আবর্জনা দেখানো বন্ধ করুন।’

প্রসঙ্গত, শুক্রবার সকালে সংবাদ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে দেশের সামরিক অভিযান বা জওয়ানদের গতিবিধির লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা জারির কিছুক্ষণের মধ্যেই সেটি শেয়ার করে নিজের মন্তব্য প্রকাশ꧒ করেছেন সোনাক্ষী সিনহা।
আরও পড়ুন: পাল্টা আঘাত হানায় ভারতের নিন্দে! ফাওয়াদকে কটাক্ষ রূপালির, মাহিরাকে কী বললেন অবিনাশ মিশ্🍸র?
আরও পড়ুন: শুরুতেই শ্রীদেবীর 🍷সঙ্গে অভিনয়, তাও কেন বলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন এꦯই অভিনেতা?
উল্লেখ্য, শুধু সোনাক্ষী সিনহা নয়, এস এস রাজামৌলিও জনগণকে অনুরোধ করেছেন যাতে কেউ সেনাবাহিনী🦋র গতিবিধির কোনও ছবি বা ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন। অনলাইনে এই সমস্তꦉ ফুটেজ শেয়ার করলে আখেরে যে ভারতেরই ক্ষতি হবে, সেই কথাও বারবার বলেছেন তিনি।