এখন সারা বিশ্বের মানুষ তাকিয়ে রয়েছেন ভারত পাক অশান্তির দিকে। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে সংবাদমাধ্যমের তরফ থেඣকে। কি হয় কি হয়, ভেবে দিন কাটছে দেশবাসীর। সীমান্তের রাজ্যগুলি নিজেদের ঢেকেছে কড়া নিরাপত্তায়। ভারতের বর্তমান পরিস্থিত🐠ির কিছুটা আঁচ গিয়ে পড়েছে বিনোদন জগতেও।
কাজ বা অনুষ্ঠান সবকিছু দূরে সরিয়ে রেখে এখন তারকাদের প্রধ🧸ান উদ্দেশ্য হল দেশের পাশে দাঁড়ানো। উত্তপ্ত পরিস্থিতিতে কেউ কনসার্ট বাতিল করে দিচ্ছেন, কেউ আবার সিনেমার প্রচার অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। কোনও কোনও সিনেমার মুক্তি পর্যন্ত হচ্ছে না এই উত্তপ্ত পরিস্থিতিতে। এবার এই তালিকায় নাম লেখালেন দক্ষিণী অভিনেতা কমল হাসান।
কী কী বাতিল হয়েছে?
গত শুক্রবার আবু ধাবির কনসার্ট বাতি♓ল করেছেন গায়ক অরিজিৎ সিং। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ মে মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন গায়িকা উষা উত্থুপ। জনপ্রিয় সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা বাতিল করেছেন ইন্দোরের শো। সকলের প্রিয় ভাইজান বাতিল করেছেন বিদেশ সফর।
আরও পড়ুন: পাল্টা আঘাত হানায় ভারতের নিন্দে! ফাওয়াদকে কটাক্ষ রূপালির, মাহিরাক🌌ে কী বললেন অবিনাশ মিশ্র?
আরও পড়ুন: শুরুতেই শ্🦹রীদেবীর সঙ্গে অভিনয়, তাও কেন বলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন👍 এই অভিনেতা?
ভারত পাক উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে শাহরুখ কাজলের ব্রিটেনের মাটি⭕তে মূর্তি উন্মোচন। অন্যদিকে ‘তারক মেহেতা কা উল্টা চশমা’- এর তরফ 𒆙থেকে মাদার্স ডে উপলক্ষে একটি স্পেশাল অনুষ্ঠান করার কথা ছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে।
শুধু অনুষ্ঠান বাতඣিল নয়, বেশকিছু ওয়েব সিরিজ এবং সিনেমাও মুক্তি পিছিয়ে গিয়েছে। TVF সিরিজ ‘ভেরি পারিবারিক ২’ মুক্তি পাবে না এই মুহূর্তে। বড় পর্দায় মুক্তি পাবে না রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্ব🐽ি অভিনীত ‘ভুলচুক মাফ’। ৯ মে বড় পর্দার পরিবর্তে আগামী ১৬ মে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ছবিটি।
এবার দেশপ্রেমকে সামনে রেখে নিজের ছবির মিউজিক লঞ্চ পিছিয়ে দিলꦐেন অভিনেতা💧 কমল হাসান। ‘ঠাগ লাইফ’ ছবির মিউজিক লঞ্চ পিছিয়ে দিয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘সবার আগে মাতৃভূমি, শিল্প অপেক্ষা করবে। আমাদের সেনারা মাতৃভূমির প্রতিরক্ষায় যেখানে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, সেখানে এই উদযাপন কিছুটা স্থগিত করে দেওয়া যায়।’
আরও পড়ুন: 'আমার ভাই আমাকে...', জম্মু থেকে ভাইয়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্𝄹ট করলেꦫন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাবাকে নি﷽য়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কেমন আছেন সময় 🌃রায়নার বাবা?
কমল হাসান আরও লিখেছেন, ‘এই মুহূর্তে আমাদের সকলকে নিরবে ঐক্যবদ্ধ হতে হবে। আনন্দ উৎসবে মেতে না থেকে দেশের পাশে দাঁড়াতে হবে। দেশের সী🌠মান্তে যা ঘটছে, সেই পরিস্থিতির কথা মღাথায় রেখে আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে চলা মিউজিক লঞ্চ স্থগিত রাখলাম। পরে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, মনিরত্নম পরিচালিত এই সিনেমাটির মিউজিক লঞ্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চেন্নাই𝓰য়ে। আগামী ১৬ মে বিরাট বড় করে এই মিউজিক লঞ্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক এবং কমল হাসান। কবে কোথায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে,ꦡ তা পরে জানিয়ে দেওয়া হবে পরিস্থিতি বিচার করে।