গত শনিবার মুম্বই জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৫-এ তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্দানা, কৃতি শ্যানন💯, রাশা থাডানি, জ্যাকলিন ফার্নান্দেজ এবং কার্তিক আরিয়ানের মতো তারকারা রেড কার্পেটে হেঁটেছিলেন। কিন্তু এই অনুষ্ঠানেই টাইগারকে দেখে বলা ভালো টাইগারের পোশাক দেখে হাসির রোল ওঠে নেট দুনিয়ায়।
আরও পড়ুন: অনন্যার সঙ্গে প্রেমের চর্চায় সিলমোহর ও꧃য়াকারের? নায়িকার সাফল্যে করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট
টাইগার যে বাকিদের সঙ্গে তাল মিলিয়ে নাচেন তা প্রায় সকলেরই জানা। তাই তাঁর নাচ নিয়ে সকলের যে আলাদা করে যে প্রত্যাশা ছিল তা নয়। কিন্তু নায়কের পোশাক যে বেশ হৈ চৈ ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য। সিক্যুয়েন্সের প𓃲োশাক পড়ে হাসির রোল তুলেছেন নায়🎀ক। তাঁর এই পোশাক দেখে কেউ শ্রদ্ধার টপ, তো কেউ অনন্যার ব্লাউজ বলে কটাক্ষ করেছেন।
আরও পড়ুন: বগল ছেঁড়া ♐জামা পরে কানের রেড কার্পেটে উর্বশী! ‘ওখানে গর্ত নাকি?’ ট্রোল নেটিজেদের
আরও পড়ুন: ফেডারেশনের দাদাগিরি নয়, পর🌠িচালকদের প൩াশেই হাইকোর্ট! রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরকে কী নির্দেশ?
টাইগার, তাঁর ব্যাকআপ নৃত্যশিল্পীদের সঙ্গে নিখুঁত ভাবে তাল মিলিয়ে নেচেছেন, মঞ্চ জুড়ে ঘুরছেন, কিন্তু সব কিছুর পরও চোখ আটকে যাবে নায়কের পোশাকটির উপরই। ধাতব, চকচকে পোশাক, এক ধরণের কর্সেট-মিট-ক্রপ-টপ বলা যেত♈ে পারে। ꦫতাঁর এই বিশেষ পোশাকের নাম, ‘ডিজাইনার কনফিউশন মেট ডিস্কো ফিভার’। সঙ্গে মসৃণ কালো চামড়ার প্যান্ট এবং একটি ম্যাচিং বেল্ট পরেছিলেন।
আরও পড়ুন: ছলছল চোখ, 'ডান্👍স বাংলা ডান্স'-এর মঞ্চ থেকে বিদায় নিলেন লেডি কনস্টেবল সায়ন্তী! কী বললেন এমজি?
কিন্তু তাঁর এই পোস্ট দেখেই উঠেছে ট্রোলের ঝড়। একজন নেটিজেন লিখেছেন, ‘এটা কি ব্লাউজ নাকি টপ?’ আর একজন জিজ্ঞাসা করেন, ‘আপনি অনন্যার ব্লাউজ কেন পরেছেন?’ আর একজন লেখেন, ‘শ্রদ্ধা টপ চুরি করে পড়ে নিয়েছে।' একজন বললেন, ‘দিশার সঙ্গে পোশাকের অদল বদল♋ করেছেন নাকি?’ একজন বললেন, ‘আমি টাইগারের যমজ নই... আমার একই টপ আছে।’ অন্য🦹ান্য মন্তব্য করেছেন, 'এটা আমার বন্ধুর টপ', আর একজন লেখেন, ‘ব্লাউজটা দেখতে দারুন।’