গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় যে ২৬ জন সাধারণ মানুষ মারা গিয়েছেন সেটার জবাবে ভারত অপারেশন সিঁদুর করে। পাকিস্তানে ঢুকে গুঁড়িয়ে দিয়ে আসে ৯টি জঙ্গিঘাঁটি। এদিন সেই অপারেশন সিঁদুর লেখা টিশার্ট পরে একেন বাবুর প্রিমিয়ারে এসেছিলেন টোটা রায়চৌধুরী। আপনিও কিন𒈔তে চান এমন টিশার্ট? জানেন কোথায় পাবেন, দাম কত।
আরও পড়ুন: শিক্ষকদের গায়ে হাত! মমতা-TMC-কে ধিক্কার ঋদ্ধির, লিখলেন, 'আপনাদের পতনের সম👍য় আসন্ন'
কী ঘটেছে?
এদিন ফেলুদা টোটা রায়চৌধুরীকে একেন বাবু ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি দ্য একেন বেনারসে বিভীষিকার প্রিমিয়ারে আসে ইঙ্গিতবহ একটি টিশার্ট পরে। এদিন তাঁর পরনে ছি༺ল শেওলা রঙের একটি♏ টিশার্ট যেখানে লেখা, 'অপারেশন সিঁদুর।' কিন্তু কেন এমন একটি টিশার্ট পরে এসেছেন তিনি? এই বিষয়ে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'এটা হচ্ছে আমাদের দেশের সেনা বাহিনীর প্রতি আমার ভালোবাসা, আমার কৃতজ্ঞতা, আমার সম্মান জানানো।'
আরও পড়ুন: গানের পাশাপাশি এবার ব🔯্লগিং শুরু অরিজিতের! কার উদ্দেশ্যে কেন বললেন 'বেশি প্রত্যাশা ভালো না'?
আপনিও কি কিনতে চান এই টিশার্ট?
অপারেশন সিঁদুর লেখা টিশার্ট অনলাইনে বিভিন্ন ইকমার্স সাইট তো বটেই বিভিন্ন পোশাকের ব্র্যান্ডেও পাওয়া যাচ্ছে। কত দাম পড়বে? ৩৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই ধরনের টিশার্টের দাম। ৫৯৯, ৭৯৯ সহ বিভিন্ন দামেরও রয়েছে কোয়ালিটি অনুযায়ী। অপারেশন সিঁদুরের পর অনেকেই সেনা বাহিনীকে সম্মান, শ্রদ্ধা জানিয়ে এমন টিশার্ট কিনতে বা পরতে চাইছেন। আপ𓄧নিও কিনতে চাইলে এখন সহজেই অনলাইনে পেয়ে যাবেন এই টিশার্ট যা বাড়ি বসেই অর্ডার করতে পারবেন।
দ্য একেন বেনারসে বিভীষিকা
দ্য একেন বেনারসে বিভীষিকা ছব🌠🔥িটির পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। এই ছবিতে নাম ভূমিকায় আছেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর দুই সহচরের ভূমিকায় আছেন সোমক ঘোষ এবং সুহোত্র মুখোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, প্রমুখ।
আরও পড়ুন: 'ও যেভাবে...' বম্বেতে 'পলিটিক্স-লবি' থাকা সত্ত্বেও টিকে গেলেন অরিজিৎ, পারলেন না রূ🍸পরেখা, কেন?
আরও পড়ুন: সন্তু মুখোপাধ্যায়ের দুটো বিয়ে, আছে এক ছেলেও! স্কুলের গসিপ থেকে ব🌠াবার সম্পর্কে কী শোনেন স্বস্তিকা?