জি বাংলা বাংলাকে উপহার দিয়েছে⛦ দাদাগিরি, সারেগামাপা, মীরাক্কেল সহ একাধিক রিয়েলিটি শো। এখানেই সম্প্রচারিত হয় বাংলার অন্যতম দীর্ঘদিন ধরে চলা রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান। অনীক থেকে অঙ্কিতা, দুর্নিবার, তীর্থ, কাবো সহ বাংলার একাধিক খ্যাতনাম𒐪া গায়কের উত্থান এই চ্যানেলের সারেগামাপার মঞ্চ থেকেই। এবার জি একদম একটি নতুন গানের রিয়েলিটি শো আনছে তাও খুদেদের জন্য। তবে জি বাংলা নয়, জি বাংলা সিনেমায় সম্প্রচারিত হবে এটি।
কী ঘটেছে?
এদিন জি বাংলা সিনেমার তরফে তাঁদের আসন্ন রিয়েলিটি শো সোনার জলসাঘরের প্রো🍸মো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানেই জানানো হয়েছে ছোটদের জন্য এই রিয়েলিটি শো আনা হচ্ছে। তবে কেবল গান নয়, বাদ্যযন্ত্র বাজাতে জানলেও এখানে অংশ নেওয়া যাবে।
১৫ বছর বা তাꦆর কম বয়স হলেই অংশ নেওয়া যাবে জি বাংলা সিনেমার সোনার জলসাঘরে। তাহলে তাদের তরফে একটি নম্বর দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রতিযোগীর গানের বা বাদ্যযন্ত্র বাজানোর একটি ভিডিয়ো পাঠানোর কথা বলা হয়েছে। সেখান থেকেই প্রতিযোগীদের নির্বাচন করা হবে।
এই সোনার জলসাঘর প্রতিযোগিতা যে খꦅুদে জিতবে সে পাবে কোনও একটি বাংলা সিনেমায় প্লেব্যাক করার সুযোগ। তাই নয়, জি 💦বাংলার হিট শো সারেগামাপার পরবর্তী সিজনে ডিরেক্ট এন্ট্রি পাবে সে।
প্রসঙ্গত এদিন এই রিয়েলিটি শোয়ের প্রোমো প্রচার করেন এবারের সারেগামাপার অন্যতম প্রতিযোগী আরাতಞ্রিকা সিনহা। তিনি এটি শেয়ার করে লেখেন, 'ভালো খবর l ছোটরা প্রস্তুত হও।' যদিও এখনও জানা যায়নি কবে থেকে শুরু হবে বা কবে কবে কখন দেখা যাবে এই শো। জানা যায়নি কারা থ🧔াকবেন বিচারকের আসনে।
আরও পড়ুন: মানেন ღনা সাধের রীতি, তবুও ছোট করে হবেꦜ অনুষ্ঠান! অহনার বিশেষ দিনে মেনুতে থাকছে কী কী?