হাঁটু মুড়ে বসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্বাগত জানালেন আলবানিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। যে অভ্যর্থনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় 🎃ভাইরাল হয়ে গিয়েছে। আসলে ইউরোপিয়ান পলিটিকাল কমিউনিটি সামিটে (ইপিসি) আসেন মেলোনি। রেড কার্পেটের উপর দিয়ে যখন হেঁটে আসছিলেন, সেইসময় হাঁটু মুড়ে বসে ইতালির প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আলবানিয়ার প্রধানমন্ত্রী। তাতে কিছুটা যেন লজ্জাই পেয়ে যান মেলোনি। রামাকে উদ্দেশ্য করে কিছু বল𒀰তে থাকেন। তারপর হেঁটে গিয়ে আলিঙ্গন করেন আলবানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। যিনি মেলোনিকে ইতালির ‘বোন’ হিসেবেও উল্লেখ করেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁদেরও সাদরে অভ্যর্থনা
তবে শুধু মেলোনিকে এরকমভাবে স্বাগত জানাননি আলবানিয়ার প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান পলিটিকাল কমিউনিটি সামিটে যোগ দেওয়া ৪০ জনের বেশি নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। তাঁকে তো বলেন যে 'এই যে সান কিং (সূর্যের রাজা)।' ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির 🐷জেলেনস্কিকে অপেরা বিল্ডিং পর্যন্ত নিয়ে যান। যেখানে বিভিন্ন দಌেশের নেতারা বৈঠক করছিলেন।
আরও পড়ুন: 'পাকিস্তান শান𝓀্তিপূর্ণ দেশ, তবে…' ফেল করা পাক সেনাদের ‘টনিক’ খাওয়াচ্ছেন শেহবাজ
২০৩০ সালের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নে যোগের লক্ষ্য আলবানিয়ার
অন্য রাষ্ট্রনেতাদের হেসেও স্বাগত জানান আলবানিয়ার প্রধানমন্ত্রী। কথা বলেন আলাদা করে। যিনি চতুর্থবার দফায় নির্বাচনে জয়ের সময় প্রতিশ্রুতি দিয়েছেন যে ২০৩০ সালের মধ্যে আ🌄লবানিয়াকে ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত করবেন। সেই লক্ষ্🔥যপূরণ হবে কিনা, তা সময় বলবে। তবে আজ ইউরোপিয়ান পলিটিকাল কমিউনিটি সামিটের মঞ্চ থেকে ইউরোপের রাষ্ট্রনেতাদের মন জয়ের চেষ্টা করলেন আলবানিয়ার প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: সেনাকে আরও শক্তিশালী করতে মরিয়া কেন্দ্র!প্রতিরক্ষা খাতে 🍸অতিরিক্ত ৫০,০০০কোটি 🤪বরাদ্দের প্রস্তুতি
এমনিতে ইউরোপিয়ান পলিটিকাল কমিউনিটি (ইপিসি) হল ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মস্তিষ্কপ্রসূত গোষ্ঠী। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে ঢুকে পড়ার পরে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরও ২০টি দেশ নিয়ে ইউরোপিয়ান পলিটিকাল কমিউনিটি গঠন করা হয়। আজ সেই ইপিসির সামিটের আয়োজন করা হয়েছে। আলোচনা করা হয় ইউক্রেꦇনের প্রসঙ্গ নিয়ে।
আরও পড়ুন: ভুয়ো খবর দেখিয়ে পাক বায়ুসেনার ঢাক পেটালেন মন্ত্রী, জামা খুলে নিল স্থানীয় মিডিয়া🤡ই
ইপিসি সামিট নিয়ে আপ্লুত আলবানিয়ার প্রধানমন্ত্রী
তারইমধ্যে সংবাদসংস্থা এএফপিতে আলবানিয়ার♏ প্রধানꩲমন্ত্রী বলেন, 'এটা সত্যি যে সকলের মধ্যে আমিই সবথেকে লম্বা। কিন্তু আমি যে দেশের নেতৃত্বে আছি, সেটা অন্যতম ছোট দেশ। আর এই সামিট যে আয়োজন করতে পেরেছি, সেটা আমাদের জন্য বড় বিষয়।'