ভারতীয় সেনার 'রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট' নাকি চিন হ্যাক করেছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এহেন দাবি ঘুরঘুর করছে। এই আবহে ইস্যুটি নিয়ে জল্পনা ও চর্চা তুঙ্গে ওঠে। আর এহেন পরিস্থিতিতে এবার ভারতীয় সেনাবাহিনী খোদ এই নিয়ে মুখ খুলল। চিন তাদের 'রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট' হ্যাক করেছে বলে যে দাবি করা হচ্ছে, তা সরাসরি খরিজ করেছে ভারতীয় সেনা। মিডিয়া কর্মী এবং সোশ্যাল মিডি♔য়া ব্যবহারকারীদের এই ধরনের যাচাইবিহীন এবং বিভ্রান্তিকর বিষয়বস্তু প𝓡্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে সেনাবাহিনী। এই প্রসঙ্গে বাহিনীর তরফ থেকে বলা হয়, নিজেদের সম্পদের সুরক্ষা এবং অপারেশনাল অখণ্ডতা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ সেনা।
আরও পড়ুন: বিতর্কের আবহ🌱ে♊ অভ্যুত্থান নিয়ে মুখ খুললেন বাংলাদেশি সেনা প্রধান খোদ, বললেন...
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে অভিযোগ করা হয়, পূর্ব সেক্টরে চিনের দিকে ঢুকে পড়ে ভারতীয় সেনার আরপিএ। সেই ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়, সেই আরপিএ হ্যাক করে নিয়েছে চিনারা। এই আবহে সেনার একটি সূত্র বলেছে, 'এটা স্পষ্ট করা হচ্ছে যে ওই পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তথ্যগতভাবে ভু𝓡ল। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।' জনসমক্ষে অপ্রয়োজনীয় উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এমন ভুয়ো বার্তা ছড়ানোর থেকে বিরত থাকতে আহ্বান করা হয়েছে সকলকেই।
উল্লেখ্য, লাদাখের ড𝐆েপস্যাং এবং ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার হয়েছে দিওয়ালির আগেই। ভারত ও চিন, দুই দেশের সেনাই যৌথ ভাবে সেখানে 'যাচাই পর্ব' চালিয়েছে। জানা গিয়েছে, ২০২০ সালের এপ্রিলের আগে যেখানে যার অবস্থান ছিল, প্রায় সেখানেই ফিরে গিয়েছে ভারত ও চিনা সেনার জওয়ানরা। এই আবহে লাদাখে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এর আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে সব অস্থায়ী তাঁবু খাটানো হয়েছিল, তা খুলে নিয়ে যাওয়া হয়।