সদ্য এক অনুষ্ঠানে দেশে ইলেকট্রিক যানের দাম নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় পরিবহন ও হাইওয়ে বিষয়ক মন্ত্রী নীতিন গড়করি। এখানেই শেষ নয়। তিনি ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে জানান, ২১২ কিলোমিটারের ‘দিল্লি দেরাদুন অ্যাকসেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে’র কাজও আগামী ৩ মাসের মধ্যে শেষ হবে।
অনুষ্ঠান মঞ্চ থেকে নীতিন গড়করি বলেন,' ছয় মাসের মধ্যে, বৈদ্যুতিক যানবাহনের দাম পেট্রোল গাড়ির দামের সমান হবে।' তাঁর ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে পরিকাঠামোর উন্নয়ন দরকার। তিনি জানান, সরকার দেশে নির্মিত পণ্যের উপর যেমন জোর দিচ্ছে তেমনই দূষণ মুক্ত সহ নানান ইস্যুতে নজর রয়েছে সরকারের। তাঁর ভাষণে গড়করি জানান,'ভালো রাস্তা তৈরি করে আমরা আমাদের সরবরাহ খরচ কমাতে পারি।' নীতিন গডকরি জোর দিয়ে বলেন যে দেশের অর্থনীতির ভবিষ্যৎ খুবই ভালো এবং সরকার স্মার্ট সিটি এবং স্মার্ট পরিবহনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সাফ ভাষায় তিনি জানান,' আমরা বিদ্যুতের মাধ্যমে দ্রুত গণপরিবহন ব্যবস্থা চালু করার জন্য কাজ করছি।' কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি রাস্তা নির্মাণের খরচ কমাতে নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
এর আগে, রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়করি বলেন,' বিভাগের নীতি হলো, যখন আপনি ভালো রাস্তা চান, তখন আপনাকে তার জন্য অর্থ প্রদান করতে হবে।' তিনি জানান খুব শিঘ্রই আসছে নয়া টোল নীতি, তাতে অনেকেই পেতে পারেন ছাড়। সংসদের সেই আলোচনা পর্বেই তিনি বলেন,'আমরা টোল সম্পর্কিত একটি নতুন নীতি ঘোষণা করতে যাচ্ছি, যেখানে সমস্যার সমাধান করা হবে এবং আমরা গ্রাহককে যুক্তিসঙ্গত ছাড় দেব, … বিশেষ করে টোল সম্পর্কে কোনও বিতর্ক থাকবে না।'