বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদ কোনও অপরাধ করেননি বলে আদালতে দাবি করেছেন। জামিনের আবেদন দাখিল করে অভিযুক্ত বলেছেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানোর জন্য কেবল ষড়যন্ত্র করা হয়েছে। ইসলামের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি কখনও কোনও অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। (আরও পড়ুন: 'মোদী খুবই স্মার্ট, আমার ভালো বন্ধু', শুল্কযুদ্ধে ভারত নিয়ে বড় বার্তা ট্রাম্পের)
আরও পড়ুন: বাংলা পেল নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক, ২০২৬'র ভোটের সময় দায়িত্বে থাকবেন এই IAS…
অভিযুক্তের আইনজীবী বলেন, শরিফুল ইসলাম এখনও পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ডিং-সহ যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে তদন্তকারী দল। এই পরিস্থিতিতে অভিযুক্তের প্রমাণ নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। অভিযোগ, গত ১৬ জানুয়ারি রাতে সইফ আলি খানের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকে পড়ে শরিফুল ইসলাম। সইফ আলি খান ও তাঁর পরিচারিকা গীতার উপর হামলা চালায় সে। লাঠি ও ব্লেড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। (আরও পড়ুন: 'ইদে দাঙ্গা করতে পারে বাংলাদেশিরা, হতে পারে বিস্ফোরণ', নিরাপত্তা জোরদার মুম্বইতে)
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে পারদ চড়বে আরও, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা
এই ঘটনায় গুরুতর জখম হন সইফ আলি খান। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় তাঁকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর তার অস্ত্রোপচার করতে হয়। সইফ আলি খানের কর্মী এলিমা ফিলিপের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে চলছে মামলা। বান্দ্রা পুলিশ চার্জশিট দাখিল করার পর মামলাটি দায়রা আদালতে স্থানান্তরিত হবে। (আরও পড়ুন: ছত্তিশগড়ের সুকমায় এনকাউন্টার, নিহত ১৬ মাওবাদী, জখম দুই জওয়ান)