স্ত্রীকে ধর্ষণ, শিশুপুত্রকে অপহরণ। এমনই একাধিক গুরুতর অভিযোগ উঠেছে ‘রিপলিং’ নামক সিঙ্গাপুরের বহু বিলিয়ন ডলারের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা প্রসন্ন শঙ্করের বিরুদ্ধে।এরপরেই পাল্টা স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন চেন্নাইয়ের যুবক। এই নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার স্ত্রী দিব্যা অভিযোগ করেছেন, তার স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন। এবং তাঁকে বিয়ে করার জন্য প্রকাশ্যে চাপ দিতেন। (আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী আইনের সমর্থন কর🦹ায় BJP-র সংখ্যালঘু নেতার বাড়িতে আগুন লাগানো হল)
আরও পড়ুন-Donald Trump: এক বছর আগে মামলায় জর্জরিত! সেই ট্রাম্পের সম্পত্তি বাড়ল দ্বিগ༺ুণ, কীভাবে?
দ্য সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুসারে, প্রসন্নের স্ত্রী দিব্যা শশিধরের আদালতের নথি বলছে, তাঁর ইমেইল, ছবি এবং অন্যান্য রেকর্ড অ্যাক্সেস করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী কর ফাঁকি দেওয়ার জন্য তাকে এবং তাদের ছেলেকে এক দেশ থেকে আরেক দেশে টেনে নিয়ে যেতেন। তিনি আরও অভিযোগ করেছেন, প্রসন্ন প্রসবজনিত জটিলতার কারণে ব্যথা অনুভব করার সময়ও তাকে সহবাসে বাধ্য করেছিলেন। তার ইচ্ছা পূরণ না হলে হুমকিও দিয়েছিলেন।দিব্যার কথায়, 'প্রসন্ন এসে আমাকে বলত, দেখো, যৌনতা আমার প্রাথমিক চাহিদা। তোমাকে এটা করতেই হবে। তুমি কতটা যন্ত্রণার মধ্যে আছো, সেটা কোন ব্যাপার না। যদি তুমি এতে সম্মতি না দাও, তাহলে আমি বাইরে গিয়ে সেটা করব।'২০১৯ সালের ডিসেম্বরে দিব্যাকে করা একটি ইমেইল প্রসন্ন জানান, তিনি বেশ কয়েকজন এসকর্টের সঙ্গে যোগাযোগ করে ছবি চেয়েছিলেন এবং টাকার কথা জানতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি ঠাণ্ডা হয়ে যান। (আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু মহিলার দেহ টুকরো-টুকরো করে কার্টনে ভরে ফেলে আসা হল রাস্তার প🦩♔াশে)
আরেকটি ইমেইলে প্রসন্ন দিব্যাকে খোলাখুলি বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন।২০২০ সালে প্রসন্ন শঙ্কর কর ফাঁকি দিতে তার পরিবারকে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরিত করেছিলেন বলে অভিযোগ। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সেই সময় দিব্যা মাইক্রোসফ্টে কর্মরত ছ💮িলেন এবং দূরে থেকে কাজ করতেন। আদালতে দেওয়া তার এক জবানবন্দিতে দিব্যা অভিযোগ করেছেন, তার স্বামী সহবাসের জন্য অফিস থেকে ছুটি নিতে বাধ্য করতেন। অন্যথায় তিনি অন্য সঙ্গী খুঁজে বের করার হুমকি দিতেন।পরে প্রসন্ন স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার পরিবারকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুরে সরিয়ে নিয়ে যান।
আরও পড়ুন: মোদীর 'কড়া বার্তায়' বদল বাংলাদেশে? ঢাকায়💞 বের হল রামনবমীর বিশাল শোভাযাত্রা
গত সপ্তাহেই রিপলিংয়ের সহ-প্রতিষ্ঠাতা প্রসন্ন শঙ্কর নিজের সোশ্যাল মিডিয়া এক্সে জানিয়েছিলেন, মাদ্রাজ হাইকোর্টের পক্ষ তামিলনাড়ু পুলিশ নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে হেনস্থা না করতে।একইসঙ্গে, তিনি কোর্টের নির্দেশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন হাইকোর্টের পক্ষ তাঁকে যে কোনও ধরনের পুলিশি হেনস্থা থেকে বিরত থাকতে। ওই পোস্ট অনুযায়ী, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জিকে ইয়ানথিরিয়ান তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দেন কোনও ধরনের হেনস্থা থেকে প্রসন্নকে বিরত রাখতে। এর আগে প্রসন্নের স্ত্রীর অভ🌃িযোগের ভিত্তিতে প্রসন্নর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। এবার তা থেকে কিছুটা হলেও রেহাই মিলবে বলে ম🅷ত বিশেষজ্ঞদের।