Woman burning Manusmriti Viral Video: 'বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ', মনুস্মৃতি পুড়িয়ে তা থেকে সিগারেট ধরালেন যুবতী
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2023, 12:19 PM ISTপ্রিয়া বলেন, 'বইটিতে বলা হয়েছে, কোনও নারী মদ্যপান করলে তাঁকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হতে পারে। তবে তাঁকে শাস্তি দেওয়ার আগে তাঁর জাত নিশ্চিত করতে হবে।' তিনি দাবি করেন, ‘আমি আমিষ জাতীয় খাবার খাই না এবং আমি ধূমপানও করি না। তবে আমি এই বইয়ের লেখার প্রতিবাদ জানাতে এই ভিডিয়োটি বানিয়েছি।’
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, মনুস্মৃতি বই পুড়িয়ে তার শিখা থেকে সিগারেট ধরাচ্ছেন আরজেডি নেত্রী।