ICC CWC 2023: Fielding Impact Ranking-এ কোহলিকে টেক্কা জাড্ডুর, কম যান না বিরাটও, দশের মধ্যে ভারত, অজিদের দুই Updated: 01 Nov 2023, 02:25 PM IST Tania Roy বিশ্বকাপের দ্বিতীয় লেগ শেষ হওয়ার পর আইসিসি-র ফিল্ডিং ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতের দুই তারকা প্লেয়ার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। এই তালিকায় কে কত নম্বরে রয়েছেন, দেখে নিন এক নজরে।