India vs Australia: এমন ডিসিপ্লিন বিশ্বের আর কোনও বোলার দেখাতে পারেননি। সেদিক থেকে উদাহরণ হয়ে রইলেন ন্যাথন লিয়ঁ।
ন্যাথন লিয়ঁ। ছবি- এএনআই।
অনুশাসন ও নিয়ন্ত্রণের আদর্শ উদাহরণ ন্যাথন নিয়ঁ। নাগপুর টেস্টে অস্ট্রেলিয়া একতরফাভাবে পরাজিত হলেও অনবদ্য এক নজির গড়েন লিয়ঁ। ধারাবাহিকভাবে উইকেট নেওয়া অজি স্পিনারের কেরিয়ারে চোখ রাখলে এমনিতেই সম্ভ্রমে মাথা ঝুঁকবে। তবে অন্য একটি ক্ষেত্রে বাকিদের কাছে অনুপ্রেরণা হতে পারেন ৩৫ বছর বয়সি অফ-স্পিনার।
নাগপুর টেস্টে একটিমাত্র ইনিংসে ব্যাট করে ভারত। লিয়ঁ একাই ৪৯ ওভার বল করেন। ১৩টি মেডেন-সহ ১২৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, লিয়ঁ টেস্ট ক্রিকেটে ৩০ হাজার বল করার মাইলস্টোন টপকে যান নাগপুরে। চমকে দেওয়ার বিষয় হল, তিনি ২০১১ সালে টেস্ট অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত একবারও ওভার-স্টেপে নো-বল করেননি।
অর্থাৎ, টেস্ট ক্রিকেটে ৩০ হাজার বল করার পরেও একবারও ফ্রন্টফুট নো-বল করেননি ন্যাখন লিয়ঁ। এমন নজির বিশ্বের আর কোনও বোলারের নেই।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০ হাজারের বেশি বল করার নজির গড়েন লিয়ঁ। লিয়ঁর আগে প্রথম অজি ক্রিকেটার হিসেবে এমন বিরল মাইলস্টোন ছোঁন কিংবদন্তি শেন ওয়ার্ন। এছাড়া শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন, ভারতের অনিল কুম্বল এবং ইংল্যান্ডের দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের এমন কৃতিত্ব রয়েছে।
উল্লেখ্য, ন্যাথন লিয়ঁ অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ১১৬টি টেস্টে মাঠে নেমেছেন। উইকেট সংগ্রহ করেছেন ৪৬১টি। ২১ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন লিয়ঁ। বর্ডার গাভাসর ট্রফির ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হলেন তিন। ভারত-অস্ট্রেলিয়া দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজে সাকুল্যে ৯৫টি উইকেট নিয়েছেন অজি স্পিনার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।