ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে মইনুল আহসান নোবেল। সারেগামাপায় অংশ নেওয়ার পর দুই বাংলাতেই অসীম খ্যাতি পান তিনি। কিন্তু যত সময় এগিয়েছে মাদক সহ নানা মামলায় তাঁর নাম জড়িয়েছে। সম্প্রতি এক তরুণী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী।
আরও পড়ুন: নোবেল 'নারী বিদ্বেষী বলেই ধর্ষণ করেছেন', দাবি তসলিমার! বললেন, ‘সারেগামাপায় ওকে নিয়ে আদিখ্যেতা...’
আরও পড়ুন: 'তোমার জন্যই...' কমলিনীকে মনের কথা জানাতে পারবে স্বতন্ত্র? ডলের বদলে কি বিয়ে করবে বৌঠানকে?
কী ঘটেছে?
মাস আটেক আগেই রিহ্যাব থেকে ছাড়া পেয়েছেন মইনুল আহসান নোবেল। বর্তমানে বেশ ভালোই আছেন এমনিতে তিনি। কিন্তু আচমকাই গত ১৯ মে রাতে ফের গ্রেফতার হলেন নোবেল। জানা গিয়েছে সারেগামাপা খ্যাত এই গাটিকের বিরুদ্ধে একটি মেয়েকে ৭ মাস বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। শুধু আটকে রক্ষা নয়, ধর্ষণেরও। সেই অভিযোগ পাওয়ার পর সেদিন ডেমরা থানার পুলিশ গ্রেফতার করে নোবেলকে।
জানা গিয়েছে ওই অভিযোগকারিণী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে সমস্ত ঘটনা জানান। তারপর একদিকে সেই মেয়েটিকে উদ্ধার করা হয়, অন্যদিকে গ্রেফতার হন নোবেল। যদিও নোবেলের আইনজীবী জানিয়েছেন ওই অভিযোগকারিণী নাকি আদতে নোবেলের স্ত্রী। নির্যাতিতা ভুল বোঝাবুঝির জেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। যেহেতু ওই মেয়েটি নোবেলের স্ত্রী, তাই আলাদা করে আটকে রাখার কোনও প্রশ্নই ওঠে না। নোবেলের আইনজীবী আরও জানান, গোটা ব্যাপারটাই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। ওই তরুণী ৪ মাসের অন্তঃসত্তা বলেও দাবী জানান নোবেলের আইনজীবী। তিনি এও বলেন, নোবেল স্ত্রীর সঙ্গে সংসার করতে চান। আইনজীবীর কাছে গোটা বিষয়টি শোনার পর কাবিননামা দেখতে চান আদালত, কিন্তু তা দেখাতে পারেননি অভিযুক্ত গায়কের আইনজীবী। তবে এই গোটা বিষয় নিয়ে নির্যাতিতার তরফ থেকে কোনও বক্তব্য শুনতে পাওয়া যায়নি।
কী বলেছেন নোবেলের প্রাক্তন স্ত্রী?
এমন অবস্থায় নোবেলের পাশেই দাঁড়ালেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। সমর্থন করলেন নোবেলকে। সালসাবিল সোশ্যাল মিডিয়ায় এই বিষিয়ে লেখেন, 'আমার বক্তব্য হিসেবে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ছড়িয়ে পড়েছে। কিন্তু আমি সেসব বলিনি। মোবাইল এবং প্রযুক্তির যুগে কাউকে ৭ মাস ধরে আটকে রাখার মতো অভিযোগ অত্যন্ত হাস্যকর। একই সঙ্গে বাস্তব বিরুদ্ধ এবং সম্পূর্ণ বিভ্রান্তিকর।' অর্থাৎ এদিন সালসাবিলের কথা যেন কোথাও গিয়ে নোবেলের আইনজীবীর কথাকেই সমর্থন করল।