পর্যটন ক্ষেত্রের উন্নতির জন্য এমন পদক্ষেপ করছে বর্ধমান পুরসভা। এই লিজ প্রক্রিয়া চূড়ান্ত হলে হোটেল ভাড়া নিতে আর অসুবিধা হবে না পর্যটকদের। পর্যটন মরশুমে এই জায়গাগুলিতে ভাড়া অনেকটা বাড়িয়ে দেয় হোটেলগুলি। ফলে থাকতে পারেন না পর্যটকরা। বর্ধমান পুরসভার গেস্ট হাউস লিজে নিলে সারা বছর একই ভাড়া থাকবে।
দিঘা
বর্ধমানবাসী যদি দিঘা বা পুরীতে ঘুরতে যান তাহলে কোথায় থাকবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বর্ধমানবাসীর মনে। তখনই এল সুখবর। এই জেলার বাসিন্দাদের ভ্রমণ পরিষেবা দিতে এবার গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যটক স্থানে গেস্ট হাউস ভাড়া নিতে চলেছে বর্ধমান পুরসভা। রাজ্যের মধ্যে পর্যটন স্থান দিঘায় বেশি যায় পর্যটকরা। তারপরই ভিড় যেখানে দেখা যায় সেটি হল প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরী। তাই এই দুই জায়গাতেই এবার গেস্ট হাউসের ব্যবস্থা করছে বর্ধমান পুরসভা।
এদিকে দিঘায় শেষ হতে চলেছে জগন্নাথ ধাম। তাই পর্যটকদের ভিড় বাড়বে দিঘায় আরও বেশি বলে মনে করা হচ্ছে। তাছাড়া গরমের ছুটি পড়লে পুরীর সমুদ্রসৈকতে সফরে যান পর্যটকরা। রাজ্যবাসীর কাছে এটা অন্যতম পছন্দের ডেস্টিনেশন। বর্ধমান জেলা থেকে প্রচুর পর্যটক দিঘা–পুরী যান। তবে অনেক সময়ই পর্যটকদের অল্প খরচে হোটেল পেতে সমস্যা হয়। তাই এবার দিঘা, পুরীতে গেস্ট হাউস লিজ নেওয়ার কথা ভেবেছে বর্ধমান পুরসভা। দিঘা, পুরীতে পরিকল্পনা সফল হলে বারাণসীতেও গেস্ট হাউস লিজ নেওয়ার কাজ শুরু করা হবে।
অন্যদিকে বর্ধমান পুরসভা সূত্রে খবর, দিঘা, পুরী, বারাণসীতে গেস্ট হাউস লিজ নেওয়া হচ্ছে। জেলার বাসিন্দারা ভাড়া নিয়ে থাকতে পারবেন। অল্প খরচে যাতে জেলার বাসিন্দারা সেখানে ঘর ভাড়া নিয়ে ঘুরে আসতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এখন রুম ভাড়া কত হবে সেটা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। লিজ নেওয়ার জন্য কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা করছে বর্ধমান পুরসভা। লোকসভা নির্বাচন মিটলেই এই উদ্যোগে দ্রুত পদক্ষেপ করা হবে। তিনটিই তীর্থস্থান। তাই এই তিন জায়গাকে বেছে নেওয়া হয়েছে। দিঘায় জগন্নাথ ধাম হয়ে গেলে সেটা তীর্থস্থান হয়ে যাবে। আর পুরী, বারাণসী তো আছেই।