বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dilip Ghosh on Biron Biswas: বিজেপি করতে চেয়েছিলেন বাইরন, কেন তাঁকে বারণ করেছিলেন, জানালেন দিলীপ ঘোষ
পরবর্তী খবর
Dilip Ghosh on Biron Biswas: বিজেপি করতে চেয়েছিলেন বাইরন, কেন তাঁকে বারণ করেছিলেন, জানালেন দিলীপ ঘোষ
1 মিনিটে পড়ুন Updated: 31 May 2023, 12:50 PM ISTChiranjib Paul
তাঁর দাবি কংগ্রেস নয় বিজেপি করতে চেয়েছিলেন বাইরন বিশ্বাস। যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গেও। কিন্তু তিনি বারণ করেন গেরুয়া শিবিরে যোগ দিতে।
বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ।
বাইরন নিয়ে নতুন করে সাগরদিঘির জল ঘোলালেন দিলীপ ঘোষ। তাঁর দাবি কংগ্রেস নয় বিজেপি করতে চেয়েছিলেন বাইরন বিশ্বাস। যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গেও। কিন্তু তিনি বারণ করেন গেরুয়া শিবিরে যোগ দিতে।
বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'আমি ওকে চিনি। ও একসময় বিজেপি করতে চেয়েছিল। আমি বারণ করেছিলাম। বলেছিলাম, তুমি ব্যবসায়ী বাড়ির ছেলে। বিজেপি করলে তোমার ব্যবসা করতে অসুবিধা হবে। তুমি যেহেতু সংখ্যালঘু, তোমাকে স্বীকৃতি দেবে না। কয়েক বছর আগের কথা।'
তাঁর আরও সংযোজন, 'কংগ্রেস ওঁকে পেতে প্রচুর টাকা খরচ করেছে। ও রাজনীতির লোক নয়। বাইরনকে সামনে রেখে সংখ্যালঘু সমাজ তৃণমূলকে একটা শিক্ষা দিয়েছে। কংগ্রেস-সিপিএমের কিছুই ছিল না। এখনও নেই। ল্যাংটার নেই বাটপাড়ের ভয়।'
তবে এই দলবদলে সংখ্যালঘুদের বাইরন 'ধোঁকা' দিয়েছেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন,'সংখ্যালঘু সমাজ তৃণমূলকে যে শিক্ষা দিতে চাইছিল, তারাও এখন ধোঁকা খেয়ে গেলেন।'
যদিও এই 'ধোঁকা' দেওয়ার বিষয়টি তৃণমূলে যোগ দেওয়ার পর অস্বীকার করেন বাইরন। তাঁর দাবি, তিনি মানুষকে ধোঁকা দেননি। আবার যদি ভোট হয়, তবে তিনি সেই ভোটে জিতে প্রমাণ করে দেবেন, তাঁকে কতটা পছন্দ করেন এলাকাবাসী।