বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sealdah Toilet Online Payment: শিয়ালদা বিভাগের সব টয়লেটেই অনলাইনে দেওয়া যাবে টাকা, খুচরো না থাকলেও নো সমস্যা!
পরবর্তী খবর
শিয়ালদা বিভাগের বিভিন্ন স্টেশন দিয়ে যাতায়াত করেন? কিন্তু স্টেশনের শৌচাগার ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। মূল সমস্যাটা হল খুচরোর। টয়লেটে যাওয়ার পরে যখন খুচরোর কথা বলা হয় তখনই আসল সমস্যা। পকেট ব্যাগ হাতড়েও খুচরো আর পাওয়া যায় না। আবার খুচরো না দিলেও সমস্যার। কিন্তু এবার সেই সমস্যা মিটতে চলেছে। স্টেশনে যে সমস্ত পে অ্য়ান্ড ইউজ টয়লেট থাকবে তার বাইরে কিউআর কোড থাকবে। মানে যাত্রীরা নির্দিষ্ট শৌচালয়ে যাওয়ার পরে তাঁদের আর খুচরো দিতে হবে না। কিউ আর কোড দিয়েই সেখানে খুচরো পয়সা দেওয়া যাবে। নির্দিষ্ট কোড স্ক্যান করে আপনি প্রয়োজনীয় খুচরোটা মিটিয়ে দিন।