Ben Stokes quits alcohol: ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে অ♋ন্যতম হলেন ৩৩ বছর বয়সি বেন স্টোকস। তবে ২০২৪ সালের ডিসেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন ত🦩িনি। টেস্ট অধিনায়ক বেন স্টোকস দীর্ঘদিন ধরে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং তিনি ২২ মে শুরু হতে যাওয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে ইংল্যান্ড দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
অস্ত্রোপচারের পর বেন স্টোকসের পুনর্বাসন প্রায় শেষের পথে, এবং এই অভিজ্ঞ ক্রিকেটার আসন্ন টেস্ট ম্যাচে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। আনট্যাপড পডকাস্টে কথা বলার সময় বেন স্টোকস স্বীকার করেন, চোট কাটিয়ে ফেরাটা তার জন্য আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তি🔯নি বলেন, নিজেকে এমন এক অবস্থায় নিয়ে আসার জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হচ্ছে যাতে তিনি দলের জন্য সেরাটা দিতে পারেন।
আরও পড়ুন … শ্রেয়স আইয়ার IPL 2024 🤪জয়ের প্রাপ্য সম্মান পাননি… গৌতম গম্ভীরকে সুনীল গাভাসকর🌺ের খোঁচা
২০২৩ সালের আইপিএল মরশুমের পর বেন স্টোকস পরপর নিলামে অ🌼ংশ 💫না নেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে করে টেস্ট কেরিয়ার দীর্ঘায়িত করতে পারেন। বেন স্টোকস বলেন, ‘আমার প্রথম বড় চোটের পর, অ্যাড্রেনালিন কমে গেলে একটা ধাক্কা খেয়েছিলাম। মনে হয়েছিল, ‘এটা কীভাবে হল?’ কয়েক রাত আগে একটু মদ্যপান করেছিলাম, সেটা কি প্রভাব ফেলেছিল? নিশ্চয়ই সাহায্য করেনি।’
আরও পড়ুন … হঠাৎ উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ🌺্গে দেখা꧙ করলেন মহম্মদ শামি
মদ্যপান নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের কথা জানিয়ে ব স্টোকস আরও বলেন, ‘তখ🎉ন ভাবলাম, ‘ঠিক আছে, এখন থেকে আমার অভ্যাস বদলাতে হবে।’ আমি কখনোই পুরোপুরি মদ্যপান ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারিনি, কিন্তু ২ জানুয়ারির পর থেকে আর এক ফোঁটাও মদ খাইনি। নিজেকে বলেছিলাম, ‘পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত আর মদ ছোঁব না।’ যেদিন ঘুম থেকে উঠে ট্রেনিং করতে ইচ্ছা করবে না, সেদিন বুঝব যে আমার দরকার নেই। কিন্তু এখনও আমার থেমে যাওয়ার কোনও আগ্রহ নেই।’
আরও পড়ুন … দল পরিচালনাও ভালোভাবে করছেন গিল… প্রাক্ত♐নীর গলায় শুভমনের ♛GT-র নেতৃত্বের প্রশংসা
যদিও𓃲 বেন স্টোকস পরবর্তীতে স্পষ্ট করেন যে, তিনি সম্পূর্ণরূপে মদ্যপান ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেন না, তবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার আগে পর্যন্ত তিনি মদ থেকে বিরত থাকাই জরুরি মনে করছেন। তিনি বর্তমানে একটি অ্যালকোহল-মুক্ত স্পিরিটস ব্র্যান্ড CleanCo-র সঙ্গে যুক্ত হয়েছেন এবং স্বীকার করেছেন, এখন তাঁর মদ্যপানের ইচ্ছেটাও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বেন স্টোকস প্রথমে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে চোট পান, এরপর নিউজিল্যান্ড সফরে তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়ে যায়, এই কারণেই অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল।