ইরার গায়ে হলুদের অনুষ্ঠানে কিরণ রাওকে সোনালী পাড়, হালকা বেগুনি রঙের ট্রাডিশনাল শাড়ি মহারাষ্ট্রীয়ান স্টাইলেই পড়তে দেখা গিয়েছে।অনুষ্ঠানে গিয়ে কিরণকে হবু জমাই নূপুর শিখরের মা প্রীতম শিখরের সঙ্গে কথা বলতে দেখা গেল। একইভাবে মহারাষ্ট্রীয়ান স্টাইলে শাড়ি পরে হাজির ছিলেন আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত।
রিনা-আমির-কিরণ
বিয়ে করছেন আমির কন্যা ইরা। ৩ জানুয়ারি অর্থাৎ বুধবার বিয়ে, তার আগে মঙ্গলবার মহারাষ্ট্রীয় রীতিনীতি মেনে হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। ইরার গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা গেল আমিরের দুই প্রাক্তন স্ত্রীকে। সেখানে ইরার মা রিনা দত্ত যেমন উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ।
পাপারাৎজির পোস্ট করা ভিডিয়োতে উঠে এসেছে ইরার গায়ে হলুদের অনুষ্ঠানের নানান মুহূর্ত। সেখানে কিরণ রাওকে সোনালী পাড়, হালকা বেগুনি রঙের ট্রাডিশনাল শাড়ি মহারাষ্ট্রীয়ান স্টাইলেই পড়তে দেখা গিয়েছে। তাঁর পায়ে ছিল হালকা চটি, গায়ে নামমাত্র গয়না, আর চোখে চশমা। অনুষ্ঠানে গিয়ে কিরণকে হবু জমাই নূপুর শিখরের মা প্রীতম শিখরের সঙ্গে কথা বলতে দেখা গেল। একইভাবে সেখানে মহারাষ্ট্রীয়ান স্টাইলে শাড়ি পরে হাজির ছিলেন আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত।
বিয়ের তত্ত্ব নিয়ে অনুষ্ঠানে ঢুকতে দেখা গেল রিনা সহ আমিরের পরিবারের অন্যান্য সদস্যদের। পাত্র নূপুরকে দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের নানান কাজের তদারকি করতে দেখা গেল।