বহুদিন পর চিরসখা ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন অপরাজিতা ঘোষ দাস। কমলিনীর চরিত্রে এখানে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই ধারাবাহিকের সেটেই অভিনেত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর এক মূক অনুরাগী। তাঁদের সেই কথপোকথনের ভিডিয়ো বর্তমানে ভাইরাল।
আরও পড়ুন: পাশে ঐন্দ্রিলা, এদিকে প্রকাশ্যে কার ঠোঁটে ঠোঁট রাখলেন অঙ্কুশ?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সিটি সিনেমার তরফে সেখানে দেখা যাচ্ছে চিরসখার সেটে কমলিনীর বেশেই দাঁড়িয়ে আছেন অপরাজিতা। কথা বলছেন তাঁর দুই অনুরাগীর সঙ্গে। তাঁরা দুজনই মূক। কথা বলতে পারেন না তো কি, ইশারায় নিজেদের ভালো লাগার কথা অভিনেত্রীকে জানান তাঁরা। প্রত্যুত্তরে অপরাজিতাও তাঁদের মতো করেই ইশারায় কথা বলেন, জবাব দেন।
যদিও মাঝে যখন একটা জায়গায় অনুরাগীদের ইশারা বুঝতে পারেন না জেনে নিয়ে সেটার উত্তর দিতে দেখা যায় অভিনেত্রীকে। ফেরার আগে জড়িয়ে ধরেন। ভালো থাকার শুভেচ্ছা বার্তাও দেন। আর এদিন তাঁদের এই মিষ্টি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'কেমন ওদের মতো করে, ওদের সহজ করে সুন্দর মিশে গিয়ে কথা বলছেন। একদম মাটির মানুষ।' আরেকজন লেখেন, 'অসম্ভব ভালো অভিনেত্রী, যেমন মুখের ভাষা, তেমনি তার মুগ্ধ করা ব্যবহার। আর তেমনি সুন্দর তার অভিনয়, রূপে গুণে সম্পূর্ণা। এত বছর ধরে অভিনয় করছেন তবুও কোন অহমবোধ জন্মায়নি। এত ভাল মনের মানুষ বলেই তার ব্যবহার মনোমুগ্ধকর।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এরা হল প্রকৃত ভদ্র বিনয়ী শিল্পী। কোনও অতিরিক্ত দেখনদারি নেই।' চতুর্থ ব্যক্তির কথায়, 'ভীষণ মিষ্টি ব্যবহার। ভালোবাসা ও শুভকামনা। আর ছেলের জন্য অনেক আদর।' পঞ্চম ব্যক্তির কথায়, 'খুব কম অভিনয় করেন কিন্তু যেটা করেন দেখার মতো।'
আরও পড়ুন: বিতর্ক অতীত, বিনোদিনী হতে প্রস্তুতি শুরু শুভশ্রীর! পর্দায় 'নটী' হয়ে উঠতে রাত জেগে কী করছেন?