‘সাব টিভি’র জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতꦅা কা উল্টা চশমা’র দর্শকদের জন্য খুশির খবর। সিরিয়ালে জলদি ফেরত আসার সম্ভাবনা আছে দয়াবেন ওরফে দিশা বকানির। আর এই কথা জানার পর থেকেই উৎসাহ আর চেপে রাখতে পারছেন না কেউ। শুধু তাই নয়, কখন দেখা মিলবে দয়াবেনের স্পেশ্যাল গর্বার তার𒁃ও অপেক্ষা চলছে। যদিও জানা যাচ্ছে, নির্মাতাদের জন্য কিছু কড়া শর্ত রেখেছেন অভিনেত্রী।
‘তার🐲ক মেহতা’য় দয়াবেন আর জেঠালালের চরিত্র খুবই জনপ্রিয়। তবে বহুদিন হয়ে গেল দিশাকে ধারাবাহিকে দেখা যায়নি। এমনকী, দিশার জায়গায় ধারাবাহিকে কাউকে দেখানোও হয়নি এখনও। বরং, চরিত্রটাকেই দিনকয়েকের জন্য দূরে রেখেছেন নির্মাতারা। এর আগে অভিনেত্রী স্বামী ময়ূর একটি অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী আর আসবেন না ধারাবাহিকে।
Koimoi.com-র খবর অনুসারে নির্মাদের জন্য যে সব শর্ত রেখেছেন দিশা--
বাড়িয়ে দিতে হবে দিশার পা🐷রিশ্রমিক। প্রতি এপিসোড পিছু দিতে হবে ১.৫ লাখ টাকা। সাথে দিনে ৩ ঘণ্টা কাজ করবেন তিনি। সঙ্গে তাঁর মেয়েকে রাখার জন্য সেটের মধ্যেই খুলে দিতে হবে একটা নার্সারি। সঙ্গে নির্মাতাদের একজন ন্যানির ব্যবস্থাও করতে হবে। যে তাঁর সন্তানের দেখাশোনা করবেন। আর এসব শর্ত মানলেই ধারাবাহিকে ফেরত আসবেন তিনি।
মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর আর ‘তারক মেহতা কা উলটা চশমা’য় ফেরত আসেননি দিশা। চার বছরের বেশি সময় 🤡ধরে দেখানো হয়নি চরিত্রটাকেও। দর্শকরাও এখন চা𝔉ইছেন হয় দিশাকে ফিরিয়ে আনুক নির্মাতারা। অথবা নতুন কাউকে নিয়ে আসুক। কী হয়, সেটাই দেখার!