২০০৮ সালে ১১ ফেব্রুয়ারি তিন সন্তানের জন্ম দেন কোরিওগ্রাফার কথা পরিচালক ফারাহ খান। সম্প্রতি ফারাহের ইউটিউব চ্ꦿযানেলে প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যায়, তিনি রুবিনা দিলাইকের সঙ্গে মাতৃত্ব নিয়ে খোলামেলা আলোচনা করছেন।
রুবিনা দিলাইক, যিনি ২০২৩ সালে ২ জন সন্তানের জন্ম দিয়েছেন, ফারাহের কাছ থেকে মাতৃত্ব নিয়ে টিপস জানতে চাইলে ফারাহ তাঁকে জানান, তিনি যেমন সন্তানদের শাসন করেন তেমন সন্তানদের সঙ্গে বন্ধু হয়েও থা꧟কেন।
আরও পড়ুন: বাঘ-সিংহ একসঙ্গে কবে আসছে! জিৎ-এর সঙ্গে আড্ডায় কী ঘোষণা করলে🅘ন প্রসেনজিৎ?
আরও পড়ুন: জন্🀅মভূমিকে অপমান! কংগ্রেস বিধায়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকের 'হুমকি', রশ্মিকাকে 'শিক্ষা দেওয়া উচিত…'
সন্তানদের প্রশংসা করে ফারাহ বলেন, ‘আমার তিন সন্তানের বর্তমান বয়স ১৭ বছর হলেও ওদের দেখলে মনে হবে ওরা এখনও ১৩ বছর বয়সী ছোট ছোট শিশু। কয়েকদিন বাদে ওরা কলেজ যাবে, কিন্তু এখনও বন্ধুদের থেকে বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে। জন্মদিন বা কোনও বিশেষ দিনে পার্টি না করে বাড়িতে🔯 সকলের সঙ্গে ডিনার করতেই পছন্দ করে ওরা।’
কোরিওগ্রাফার বলেন, ‘আমার মেয়েরা এখনও পর্যন্ত কোনও ক্লাবে যায়নি। মেকআপ তো দূরের কথা ভ্রু প্লাক পর্যন্ত করেনি। আমাকে মাঝেমধ্🔯যে ওদের সঙ্গে কঠোর আচরণ করতে হয় কারণ আমি যদি শাসন না করি তাহলে ওরা যা খুশি তাই করবে। তবে শুধু শাসন করি তা নয়, আমাদের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব রয়েছে, তাই 𒅌প্রত্যেকদিন সন্ধ্যায় আমাদের মধ্যে গসিপ চলে, আড্ডা হয়।’
আরও পড়ুন: 'সারেগামাপা'-এর মঞ্চে এক থেকে তিনে নেই আরাত্রিকা! 'আমার একমাত্র দুঃখ হল…', বললেন 'খুদে কম❀রেড'
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল থেকে এলিমিনেট হয়েই ময়ূরী কেন বললেন, 'যে চ্যাম্পিয়ন হবে সেও একদিন ব🐟াদ পড়বে'?
গত ফেব্রুয়ারি মাসে ফারাহ খানের তিন সন্তান জার, ডিভা এবং আনিয়ার ১৭ বছরে পদার্পণ করেছে। সন্তানদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পরিচালক লেখেন, ‘শুভ ১৭ তম জন্মদিন। তোমার দিদা আজ যেখানেই থাকুক না কেন, তোমাদের 𓄧দেখে ভীষণ খুশ👍ি হবেন। আমার পোস্ট দেখে তোমরা লজ্জা পাবে আমি জানি, কিন্তু ভারতীয় মা হিসাবে তোমাদের লজ্জা দেওয়া আমার কর্তব্য। এভাবেই যেন তোমাদের ভালোবাসা দিতে পারি।’