বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman Chakraborty: 'চিরস্মরণীয় হয়ে থাকবে', কিফের অনুষ্ঠানের মাঝেই আবেগঘন হলেন ইমন, কেন ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে?
পরবর্তী খবর
Iman Chakraborty: 'চিরস্মরণীয় হয়ে থাকবে', কিফের অনুষ্ঠানের মাঝেই আবেগঘন হলেন ইমন, কেন ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে?
1 মিনিটে পড়ুন Updated: 12 Dec 2023, 04:04 PM ISTSubhasmita Kanji
Iman Chakraborty-Usha Uthup: কিফের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ইমন চক্রবর্তী এবং ঊষা উত্থুপ। সেখানে তাঁদের দুজনকে একসঙ্গে গান গাইতে দেখা যায়।
কিফের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে আবেগপ্রবণ হলেন ইমন
৫ ডিসেম্বর থেকে প্রাণের শহরের বুকে চলছে আরও একটি উৎসব। সিনেমা উৎসবে। সেই সিনেমা উৎসব ওরফে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন গায়িকা ইমন চক্রবর্তী, ঊষা উত্থুপ। সঙ্গে ছিলেন পরিচালক অভিজিৎ সেন, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, গীতিকার জয় সরকার, প্রমুখ। সেখানেই ইমন চক্রবর্তীকে ঊষা উত্থুপের সঙ্গে গান গাইতে দেখা গেল।
কিফে ইমন এবং ঊষা উত্থুপের ডুয়েট
কিফের একটি অনুষ্ঠানে ইমন চক্রবর্তী এবং ঊষা উত্থুপ দুজনেই উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন আরও একাধিক গায়ক, গায়িকারা। আর যেখানে এতজন গানের মানুষ আছেন সেখানে গান বাজনা হবে না তাই কখনও হয়? তাই এদিন ঊষা উত্থুপের সঙ্গে ডুয়েট গাইলেন ইমন চক্রবর্তী। তাঁদেরকে এদিন প্রাক্তন ছবির তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর গানটি গাইতে দেখা যায়।
ইমন এদিন তাঁদের এই গানের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেটার ক্যাপশনে লেখেন, 'ঊষা উত্থুপজির সঙ্গে গান গাইতে পারা মানে দারুণ একটা ব্যাপার। এই মুহূর্তটা আমি বহুদিন মনে রাখব। অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস এবং কিফকে।'