বাংলা নিউজ > বায়োস্কোপ > আতঙ্কবাদীদের 'খেল শেষ করতে' আসছেন সিদ্ধার্থ-শিল্পারা, প্রকাশ্যে অ্যাকশনে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার
পরবর্তী খবর
আতঙ্কবাদীদের 'খেল শেষ করতে' আসছেন সিদ্ধার্থ-শিল্পারা, প্রকাশ্যে অ্যাকশনে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার
1 মিনিটে পড়ুন Updated: 05 Jan 2024, 06:49 PM ISTSubhasmita Kanji
Indian Police Force Trailer: প্রকাশ্যে এল ইন্ডিয়ান পুলিশ ফোর্সের সিজন ১ এর ট্রেলার। এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়, প্রমুখকে।
প্রকাশ্যে অ্যাকশনে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার
রোহিত শেট্টি মানেই কপ ইউনিভার্স। বড় পর্দায় তো তিনি সিংঘম, সিম্বা, সূর্যবংশী, ইত্যাদির মতো ছবি নিয়ে এসছেন। আগামীতে শীঘ্রই মুক্তি পেতে চলেছে সিংঘম ছবির পরবর্তী ভাগ। আর তার মাঝেই ওটিটিতে তিনি পা রাখলেন আরও একটি পুলিশের সিরিজ দিয়েই। আমাজন প্রাইম ভিডিয়োতে আসছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স। সেই সিরিজের ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়, প্রমুখকে।
ইন্ডিয়ান আইডল ফোর্স সিরিজের ট্রেলার
দিল্লির আনাচে কানাচে পরপর লাগাতার ব্লাস্ট। আর সেই ব্লাস্টের সিরিজকে ঘিরেই আবর্তিত হয়েছে এই সিরিজের গল্প। দিল্লি পুলিশ ফোর্স এমন অবস্থায় কী করে শহরকে বাঁচায়, সকলকে নিরাপদে রাখে সেটাই দেখাবে এই সিরিজ। পাওয়া যাবে দেশাত্মবোধের ছোঁয়াও।
সিরিজের প্রথম সিজনের ট্রেলারে দেখা যায় দিল্লির বুকে পর পর ব্লাস্ট হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এন্ট্রি নেন সিদ্ধার্থ মালহোত্রা ওরফে দিল্লি পুলিশ ফোর্সের অন্যতম অফিসার। বলেন, 'দিল্লি পুলিশ খেলে না, খেল খতম করে।' দেখা মেলে আরেক অফিসার শিল্পার। শিল্পা, বিবেক, সিদ্ধার্থ কীভাবে এই বম্ব ব্লাস্টের নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে শহরকে নিরাপদ করে তোলে আবারও সেটারই ঝলক দেখা গেল ট্রেলারে। রয়েছে ভরপুর অ্যাকশন, টানটান উত্তেজনা। আছে রোহিত শেট্টি স্পেশ্যাল গাড়ি চেজিং এর দৃশ্যও।