বাংলা নিউজ > বায়োস্কোপ > Kar Kache Koi Moner Kotha: প্রাক্তন স্বামীর আশীর্বাদেই কেলেঙ্কারি! নিজের প্রাণ বিপন্ন করে প্রিয়াকে বাঁচাবে শিমুল?
পরবর্তী খবর
Kar Kache Koi Moner Kotha: প্রাক্তন স্বামীর আশীর্বাদেই কেলেঙ্কারি! নিজের প্রাণ বিপন্ন করে প্রিয়াকে বাঁচাবে শিমুল?
1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2024, 01:23 PM ISTSubhasmita Kanji
Kar Kache Koi Moner Kotha: কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে শিমুল নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচাচ্ছে প্রিয়াকে।
নিজের প্রাণ বিপন্ন করে প্রিয়াকে বাঁচাবে শিমুল?
কার কাছে কই মনের কথা ধারাবাহিকে ফের টানটান উত্তেজনায় ভরপুর মোড় এসে হাজির। ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে শিমুল এবং পরাগের। আর ডিভোর্স হতে না হতেই নতুন করে বিয়ের পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে গিয়েছে সে। ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার আগে পাকা কথা সেরে আশীর্বাদের দিনক্ষণ পর্যন্ত স্থির করে ফেলেছে পরাগ এবং প্রিয়া। আর তাদের সেই আশীর্বাদে বাঁধবে কেলেঙ্কারি।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো
জি বাংলার তরফে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পরাগ এবং প্রিয়ার বাগদানের অনুষ্ঠান চলছে। চলছে আশীর্বাদ। সেখানে উপস্থিত আছে শিমুলও। আর তখনই ঘটে অঘটনটা।
আচমকাই প্রিয়ার শাড়ির আঁচলে আগুন ধরে যেতে দেখা যায়। দাউদাউ করে জ্বলতে থাকে প্রিয়া। তখন কিছু না ভেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি শাল দিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে শিমুল। নেভায় তার গায়ে লাগা আগুন। শিমুলের এই কাণ্ড দেখে অবাক হয়ে যাবে প্রিয়া। বলবে, 'তুমি আমায় বাঁচালে?' উত্তরে শিমুল জানাবে সে এখনও মানুষ আছে, এতটুকু মানবিকতা তার আছে, তাই এটা করতে হতো।