বাংলা নিউজ > বায়োস্কোপ > Mission Raniganj Box Office Collection Day 10: বক্স অফিস দখলের লড়াই! রবিবারে কে এগিয়ে, মিশন রানিগঞ্জ না ফুকরে ৩?
পরবর্তী খবর
Mission Raniganj Box Office Collection Day 10: বক্স অফিস দখলের লড়াই! রবিবারে কে এগিয়ে, মিশন রানিগঞ্জ না ফুকরে ৩?
1 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2023, 07:37 AM ISTTulika Samadder
৫০ কোটি আয় করতেই হিমশিম খেতে হচ্ছে অক্ষয় কুমারের মিশন রানিগঞ্জকে। সেই জায়গায় ফুকরে ৩-এর হাল একটু হলেও ভালো। রবিবারের আয়ের ভিত্তিতে কে কাকে টেক্কা দিয়ে গেল?
নবরাত্রি বা দুর্গাপুজোর মরসুমে ভালো বলিউড ছবির বড়ই অভাব। টলিউডে যদিও বা চারটি সিনেমা মুক্তি পাচ্ছে চলতি সপ্তাহে। তবে হিন্দি ছবির বাজার বেশ টালমাটাল। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া শাহরুখ খানের জওয়ান এখনও টিকে রয়েছে বক্স অফিসে। আর যে দুটো সিনেমা টিকিয়ে রেখেছে নিজেদের তা হল মিশন রানিগঞ্জ আর ফুকরে ৩।
ফের একবার ফ্লপের মুখ দেখতে হল অক্ষয় কুমারকে। মুক্তির পর থেকেই সিনেপ্রেমীদের মনে সেভাবে প্রভাব ফেলতে পারেনি মিশন রানিগঞ্জ। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে দ্বিতীয় রবিবার অর্থাৎ দশম দিনে এই সিনেমা ঘরে তুলল মাত্র ২.৭৫ কোটি। অন্য দিকে, কমেডি সিনেমা ফুকরের আয় রবিবারে ২.৩০ কোটি। ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ফুকরের সিক্যুয়েল ১৮ দিনে পা রাখল।
মিশন রানিগঞ্জ বক্স অফিস
ন্যাশনাল সিনেমা ডে-র দিন অনেকটাই বেড়েছিল মিশন রানিগঞ্জ-এর আয়। দ্বিতীয় শুক্রবারে ছবির আয় ছিল ৪.৭৫ কোটি। তবে শনি ও রবি ছুটির দিনে তা ধরে রাখতে ব্যর্থ হল এই সিনেমা। ঘরে তুলল যথাক্রমে ২.১৮ ও ২.৭৫ কোটি। ১০ দিনে মাত্র ২৭.৯৩ কোটিতে পৌঁছেছে মিশন রানিগঞ্জ। এখন প্রশ্ন, ৫০ কোটির ঘর পেরোতে পারবে তো অক্ষয় কুমারের সিনেমা!
শুরুটা মন্দ ছিল না ফুকরে ৩-এর। খাতা খুলেছিল ৮.৮২ কোটি দিয়ে। আর প্রথম সপ্তাহের আয় ছিল ৬৬.০২ কোটি। এরপর দ্বিতীয় সপ্তাহে এসে তা কমে হয় ১৫.২৭ কোটি। আপাতত ১৮ দিন পরে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৯০.৬৪ কোটিতে। আগামী সপ্তাহেই রিচা চাড্ডা, পুলকিত সম্রাট, বরুণ শর্মা, পঙ্কজ ত্রিপাঠির ছবি টপকে যাবে ১০০ কোটির ঘর। আরও পড়ুন: লতা মঙ্গেশকরের গলা নকল করে আলোচনায় এসেছিলেন, মা হচ্ছেন 'কমেডিয়ান' সুগন্ধা
নভেম্বর থেকে ডিসেম্বরে কিন্তু বলিউড বক্স অফিস পুরো প্যাকড আপ। প্রথমে আসবে টাইগার ৩ ১০ নভেম্বরে। বহুদিন পর একসঙ্গে জুটিতে টাইগার আর জোয়া অর্থাৎ সলমন-ক্যাটরিনা। ১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর কাপুরের অ্যানিমেল। ৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে মেরি ক্রিসমাস আর যোদ্ধার। মেরি ক্রিসমাসে রয়েছেন ক্যাটরিনা, আর যোদ্ধা-তে সিদ্ধার্থ মলহোত্রা। এরপর ২২ ডিসেম্বর হবে ২০২৩ সালের সবচেয়ে বড় লড়াই। একইদিনে মুক্তি পাচ্ছে প্রভাস-এর সালার, আর কিং খানের ডাঙ্কি।