রাজ কুমার গুপ্তা পরিচালিত 'রেইড ২' ২০২৫ সালের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ক্রাইম থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও রীতেশ দেশমুখ। রেইডের দ্বিতীয় পর্ব অর্থাৎ 'রেইড ২'-এর গল্প শুধু দর্শক নয়, সমালোচকরাও দারুণ রিভিউ দিয়েছেন এই সিনেꦯমাকে।
এদিকে এমন পরিস্থিতিতে 'রেইড ২' মুক্তির পর কেটে গিয়েছে ১৯ দিন। শুরু থেকে প্রতিদিনই বক্স অফিসে ভালো ব্যবসা করে আসছে এই ছবি। এমনকি এই পরিস্থিতিতে 'রেইড ২'-এর তৃতীয় রবিবারের কালেকশনও ছিল দারুণ। কিন্তু সপ্তাহন্তের পর সোমবার কত ব্যবসা করল এই ছবি? জানা যাচ্ছে অজয়-রীতেশের এই ছবি দেড়শো কোটি ঘরে ঘুকে পড়েছে। ছবির আয় দাঁড়িয়েছে 💝১৫১ কোটি টাকা।
রেইড ২ বক্স অফিস
Sacnilk.com প্রাথমিক প্রতিবেদন অনুসারে, মু🥃ক্তির ১৯ দিনের মাথায় এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ২.২৫ কোটি টাকা। অর্থাৎ বলাই বাহুল্য মুক্তির পর তৃতীয় সোমবারে এসেও জমিয়ে ব্যবসা করেছে এই ছবি। ছবির মোট আয় দাঁড়িয়ে ১৫১.৫০ কোটি টাকা।
চলুন দেখে নি 'রেইড ২'-এর দৈনিক কালেকশন
🐲১ মไে মুক্তি-র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি টাকা।
২ মে মুক্তি-র দ্বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটিไ টাকা।
৩মে মুক্তি-র তৃতীয় দিন (শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কো🐼টি টাকা।
৪মে মুক্তি-র চতুর্থ দিন ꧅(রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি টাকা।
৫ মে মুক্তি-র ꦫপঞ্চম দিনে (সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৭.৫ কোটি টাকা।
৬ মে মুক্তি-র ষষ্ঠ দিনে (মঙ্ꦗগলবার) ‘রেইড ২’র আয় ছিল ৭ কোটি টাকা।
৭ মে মুক🅷্তি-র সপ্তম দিনে (বুধবার) ‘রেইড ২𒐪’র আয় ছিল ৪.৭৫ কোটি টাকা।
৮ মে মুক্তি💦-র অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড 🦂২’র আয় ছিল ৫.২৫ কোটি টাকা।
প্রথম সপ্তাহে বক্স অফিস কালেকশন ছিল ৯৫.৭৫ কোটি টাকা
৯মে মুক্তি-র নবমᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ দিনে (দ্বিতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৫ কোটি টাকা।
১০ মে মুক্তি-র দশম দিনে (൲দ্বিত🐓ীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৮.২৫ কোটি টাকা।
১১ মে মুক্তি-র এগারো দিনে (দ্বিতীয় রবিবার) 🍌‘রেইড ২’র আয় ছিল ১১.৭৫ ক♐োটি টাকা।
১২ মে মুক্তি-র বারোতম ⭕দিনে (দ🦩্বিতীয় সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৮৫ কোটি টাকা।
১৩ মে মুক্তি-র তেরোতম দিনে (দ্বিতীয় মঙ্গলবার) ‘রেইড��🅠 ২’র আয় ছিল ৪.৫ কোটি টাকা।
১৪ মে মুক্তি-র চৌদ্দতম দিনে (দ্বিতীয় বুধবার) ‘রেইড ২’র আয় 🌼ছিল ৩.২৫ কোটি টাকা।
১৫ মে মুক্তি-র প💮নেরোতম দিনে (দ্বিতীয় বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ♏৩ কোটি টাকা।
দ্বিতীয় সপ্তাহের বক্স অফিস কালেকশন ছিল ৪০.৬ কোটি টাকা
১৬ মে মুক্তি-র ১৬ তܫম দিনে (তৃতীয় শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ৩ কোটি টাকা।
১৭ মে মুক্তি-র ১৭ তম দিনে (তৃতীয় শনিবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.১৫ কোটি টা👍কꦇা।
১৮ মে মুক্তি-র ১৮ তম দিনে (তৃতীয় রবিবা♎র) ‘রেইড ২’র আয় ছিল ৫.৫০ কোটি টাকা।
১৯ মে মুক্তি-র ১৯ তম দিনে (তৃ𒅌তীয় রবিবার) ‘রেইড ২’র আয় ছিল ২.২৫ কোটি টাকা।
অর্থাৎ ছবির মোট সংগ্রহ দা🌄ঁড়ি꧃য়েছে- ১৫১.৫০কোটি টাকা।
অজয় দেবগন এবং রীতেশ দেশমুখ🌼 দুজনেই 'রেইড ২' তে তাঁদের শক্তিশালী অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন। এটি অজয়ের ২০১৮ সালের ছবি রেইডের সিক্যুয়েল, যা বক্স অফিসে হিট ছবি হয়েছিল। ছবিতে অজয় আয়কর বিভাগের ডেপুটি কমিশনার অমি পট্টনায়েকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। একই সঙ্গে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন রীতেশ দেশমুখ। ছবিতে বাণী কাপুরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
প্রসঙ্গত, ‘সিংহাম রিটার্নস’-এর রেকর্ড ভাঙার পর অজয় দেবগনের সামনে এখন 'শয়তান'-এর রেকর্ড। 🌳'শয়তান'-এর বক্স অফিস কালেকশন ১৪৮.২১ কোটি। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই শয়তানকে পিছনে ফেলে দেবে অজয়ের রেইড ২। এদিকে তথ্য বলছে রেইড ২ বিশ্বব্যপী কালেকশন দাঁড়িয়েছে ২০০ কোটি টাকা।