‘সারেগামাপা’ ২০২৪, গানের এই রিয়েলিটি শো তে শেষ হয়েছে সেই কবেই! তবে এখনও প্রতিযোগীদের হাত ধরে চর্চায় রয়েছে গানের এই র♔িয়েলিটি শো। বিশেষ করে সবথেকে বেশি চর্চায় থাকে যারা, তারা হল, এবার বাংলা সারেগামাপা-র দুই খুদে প্রতিযোগী অতনু মিশ্র ও অনীক জানা।
ছোট্ট এই দুই শিল্পীই কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। প্রায় দিনই ফেসবুকের পাতায় ছবি ও ভিডিয়ো পোস্ট করতেও দেখা যায় কাঁথির অতনু মিশ্র ও কোলাঘাটের অনীক জানাকে। তাঁর গ্রামের বাড়ি, মাঠঘাট সহকারে এক্কেবারে প্রকৃতির কোল থেকে ভিডিয়ো পোস্ট করেছে ছো💃ট্ট অনীক। কী আছে সেই ভিডিয়োত🥀ে?
মেদিনীপুরের কোলাঘাটের ছেলে হল অনীক। বয়স সবে ৭। সম্প্রতি ফেসবুকের পাতায় উঠে আসা একটি ভিডিয়োতে দেখা গেল, একটা বিশাল সবুজ-সতেজ মাঠে দাঁড়িয়ে অনীক বলছে, ‘সবাই দেখুন, কত সুন্দর মাঠ, এত বড় মাঠ, কী সুন্দর পরিবেশ, এটা আমাদের গ্রাম, আর ওইটা আমাদের বাড়ি। আর ওই যে আমার বাড়ির সামনে ওটা আম গাছ। এখন হচ্ছে তো আম, কত𓃲 সুন্দর সবুজ, হেবি লাগছে..।’
মাঠের ধারে দাঁড়িয়ে নানান মুহূর্🎃তের ছবিও পোস্ট🔴 করেছে অনীক। সে লেখে,' আমি বিকেলে একটু বাবার সাথে ঘুরতে এসেছি। খোলা মাঠে ঘুরতে যাওয়ার কয়েকটি ফটো আপনাদের সাথে শেয়ার করলাম।'
দু'দিন আগেই বাড়ির বাগান থেকে আরও একটা ভিডিয়ো পোস্ট করেছিল ছোট্ট অনীক। সেখানে তার সঙ্গে দেখা মিলেছিল তাঁর ছোট্ট ভাই-এরও। অনীককে বলতে শোনা যায়, ‘এটা আমাদের বাগান, দেখুন কী সুন্দর কামিনী গাছ, ওই যে লেবু গাছ…। কত লেবু হয়েছে।’ ভিডিয়োতে ২ বছরের ভাই অঙ্কিতের সঙ্গে খেলতেও দেখা যায় ꧂অনীককে। সব শেষে অনীক ভাইকে টাটা বলতে বললেও সে শুধুই 'হাই' বলতে থাকে। ভিডিয়োর ক্য়াপশানে অনীক লেখেন, ‘আজ বিকেলে আমাদের বাগানে ঘুরতে গিয়েছিলাম।’ এদিকে অনীকের গ্রামের বাড়ি, সেখানকার পরিবেশ, ছোট্ট এই শিল্পীর সরলতা দেখে মুগ্ধ নেটপাড়া।
প্রসঙ্গত, সারেগামাপা-র 🗹মঞ্চে একরত্তি এই বালককের গায়কীতে মুগ্ধ হয়েছিলেন বিচারকরা। শ্যামল মিত্র থেকে কিশোর কুমার, কিংবা আধুনিক হিন্দি-বাংলা গান, সবই সুন্দরভাবে পরিবেশন করতে দেখা গিয়েছিলঅনীককে।
এদিকে সম্প্রতি Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে ছোট্ট শিল্পী অনীক জানা জানিয়েছিল, সারেগামাপা শেষে এবার ইন্ডিয়ান আইডল, জি টিভি সারেগামাপা-তে যাওয়ার কথা ভাবছে সে। ছোট্ট শিল্পী জানিয়েছিল রিয়েলিটি শো শেষ হলেও নিয়মিত গানের রেওয়াজ চালিয়ে যাচ্ছে সে। তাঁর কাছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গানের শো করার প্রস্তাব আসছে। খ🦄ুব শীঘ্রই শো শুরু করার পরিকল্পনাও রয়েছে তার।