সোনি সাব-র ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘তারক মেহতা কা উল্টা চশমা’। আর এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র জেঠালালা ওরফে দিলীপ জোশির মেয়ে নিয়তির বিয়ে ছিল সম্প্রতি। আর বিয়েবাড়িতে জমিয়ে নাচতে দেখা গেল মেয়ের বাবাকে। আপাতত সেই ভিডি💮য়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোনও ভিডিয়োতে দেখা যাচ্ছে গান গাইছেন দিলীপ, ক🃏োনটায় আবার ঢাক বাজাচ্ছেন, গরবা করছেন, নানান স্টেপে নাচও করছেন। মনে করা হচ্🌊ছে নিতারার সঙ্গীত একাই জমিয়ে রেখেছিলেন বাবা দিলীপ। খবর অনুযায়ী, দিলীপের মেয়ের বিয়েতে হাজির ছিল পুরো ‘তারক মেহতা’র টিম।
২০০৮ সাল থেকে ‘তারক মেহতা’য় জেঠালালের চরিত্রে অভিনয় ক🔯রছেন দিলীপ। তাঁর আর দয়াবেনের জুটি একসময় ছিল সবথেকে জনপ্রিয়। যদিও হঠাৎই শো থেকে সরে যান দয়াবেনের চরিত্রে অভিনয় করা দি♍শা ভকানি। তবে, ধারাবাহিকের জনপ্রিয়তা অব্যাহত। TRP তালিকায় বেশ উপরের দিকেই থাকে এই শো।
সম্প্রতি ‘কেবিসি ১৩’র মঞ্চেও হাজির ছিল গোটা ‘তারক মেহতা’ পরিবার। ২১জনকে একসাথে মঞ্চে দেখে বেশ চমকে যান অমিতাভ। বিগ বি-র সাথেꦬ মস্করা করার কোনও সুযোগই ছাড়েননি সেখানে সকলে। এমনকী, সেখানেও সবাই মিলে গরবা করেছে।