শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষের কাছে একটি জনপ্রিয় নাম শাহরুখ খান। বলিউডের গণ্ডি ছাড়িয়ে▨ ভবিষ্যতে হলিউডেও কাজ করার ইচ্ছা রয়েছে কিং খানের। সম্প্রতি তিনি ঘুরে এলেন মেট গলায়। শাহরুখের সাধারণ ভক্তের পাশাপাশি চলচ্চিত্র জগতেও রয়েছে অভিনেতার একাধিক ভক্ত। তেমনি একজন হলেন ব♏িজয় দেবেরাকোন্ডা।
২০২২ সালে বিজয় GQ India-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, শাহরুখের সাফল্য তাঁকে কীভাবে অনুপ্রাণিত করেছিল। আজ তিনি যে সাফল্য অর্জন করতে পেরেছেন, তার পেছনে 💎শাহরুখের সাফল্যের কাহিনী অনেকট൲াই দায়ী বলে জানান বিজয়।
আরও পড়ুন: বলি সেলিব্রিটিদের এমন ৭ চুম্বন মুহূর্ত, যা এক সময় তৈরি করেছিল বিত🌠ಞর্ক
সাক্ষাৎকার চলাকালীন শ🔜াহরুখের বিষয়ে কথা বলতে গিয়ে বিজয় বলেন, ‘শাহরুখ খানের সাফল্য আমাকে ঠিক কতটা অনুপ্রাণিত করেছিল তা বলে বোঝানো যাবে না। আমার খালি মনে হতো, উনি যদি পারেন তাহলে আমি কেন পারব না? যে কোনও মানুষের সফল হতে গেলে একজন রেফারেন্স প্রয়োজন হয়, আমার ক্ষেত্রে সেটি ছিলেন শাহরুখ খান।’
বিজয় আরও বলেন, ‘একটা সময় ছিল যখন আমার সাফল্য ছিল না কিন্তু তখনও আমি সব ছবিতে অভিনয় করতাম না। অনেকেই আমাকে বলেছিল যে 🐭আমি সুযোগ হাতছাড়া করছি, কিন্তু আমার নিজের উপর💝 বিশ্বাস ছিল যে আমি পারবো।’
শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হলেও কিং খানের একটি মন্তব্যকে ‘ভুল’ বলে দাবি করেনღ বিজয়। জানান, কখনও যদি শাহরুখ খানের সঙ্গে দেখা হয় তাহলে অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলবেন তিনি। শাহরুখের কোন ভুল ধরিয়ে দেবেন বিজয়? একথা জিজ্ঞাসা করায় তিনি অনুপম খেরের একটি শোয়ের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: সি সেকশনের বদলে নরম্যাল ডেলিভারির সিদ্ধান্ত! মেয়ে আথিয়াকে নিয়ে গর্বিত সুনীল, বললে𒁃ন...
আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল ধামাল ৪ মুক্তির দিন, ক𝓡বে আসছ♓ে অজয়-রীতেশদের ছবি?
বিজয় বলেন, ‘অনুপম খের সঞ্চালিত এক𒊎টি অনুষ্ঠানে শাহরুখকে যখন জিজ্ঞাসা করা হয়, কেউ যদি তাঁর সাফল্যকে কোনওদিন ছড়িয়ে যায়, কোনওদিন যদি কেউ প্রথম স্থানে আধিপত🎉্য বিস্তার করে তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছিলেন, না হবে না। আমি হলাম শেষ তারকা।’
বিজয় সবশেষে বলেন, ‘শাহরুখের সঙ্গে দেখা হলে একটা কথাই বলবো, শাহরুখ তুমি ভুল। তুমি শেষ তারকা নও। আমি আসছি।’ (যদিও গোটা ব্যাপ🌼ারটাই💛 হাসতে হাসতে বিজয় মজার ছলে বলেছেন)।