অপটিক্যাল ইলিউশন মানেই রোজ নতুন নতুন চ্যালেঞ্জ। আর তার সঙ্গে ব্রেনের দুর্দান্ত পরীক্ষা। এবার চলে এল তেমনই এক অপটিক্যাল ইলিউশন। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাঁর স্ত্র꧋ীর হাত ধরে দাঁড়িয়ে আছেন একটি নদীর পাড়ে। কিন্তু বলা হচ্ছে, এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছেন আরও এক মহিলা। তাঁকে সহজে কিন্তু দেখতে পাওয়া যাবে না। আর এটাই আদতে চ্যালেঞ্জ 🅘এই অপটিক্যাল ইলিউশনের।
সময় মাত্র ৫ সেকেন্ড
মাত্র ৫ সেকেন্ড সময় বরাদ্দ রয়েছে ওই মহিলাকে খুঁজে বার করার জন্য। তার মধ্যে খুঁজে পেয়ে গেলে আপনি জিౠনিয়াস অর্থাৎ বেশ বুদ্ধিমান। খেলাটা চোখের হলেও একই সঙ্গে এটি বুদ্ধির খেলাও বটে। আপনার বুদ্ধি কেমন সেটা মাপার চেষ্টা করবে এই অপটিক্যাল ইলিউশন।
কার কত আইকিউ
কার কতꦿ আইকিউ রয়েছে, তা বোঝা যাবে এই অপটিক্যাল ইলিউশন 💟দিয়ে। যিনি পাঁচ সেকেন্ডের মধ্যে এর উত্তর দিতে পারবেন, তিনি আদতে অন্য অনেকের থেকেই বেশি বুদ্ধিমান। সেই বুদ্ধির পরীক্ষা নেওয়াই এই খেলাটির মূল উদ্দেশ্য।
আরও পড়ুন - ঝর্না না ভাল্লু෴ক? ছবিতে আসলে কোনটা আছে জানেন? উত্😼তর বলে দেবে মনের ধরন
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
- অপটিক্যাল ইলিউশন নেট দুনিয়ায় সময় কাটানোর বেশ ভালো একটি ব্রেনের এক্সারসাইজ। পাশাপাশি এই ধরনের ইলিউশন মনের পরীক্ষা করে, ব্যক্তিত্বের পরীক্ষা করে। পরের ছবিতে দাগিয়ে দেওয়া হল সঠিক উত্তর কোনটা। দেখে নিন সঠিক উত্তর।
- অপটিক্যাল ইলিউশন কার মন মানসিকতা কেমন, তা পরখ করে। কিন্তু সব ক্ষেত্রে উত্তর যে সঠিক হবে, তাও কিন্তু নয়। অনেক সময়ই ব্যাপারটি আপেক্ষিক হতে পারে। তাই সবসময় এটি বিশ্বাসযোগ্য নাও হতে পারে।
আরও পড়ুন - গভীর জঙ্গলে লুকিয়ে 🍬এক প্রজাপতি! খুঁজে পেলে আপনার আইকিউকে টেক্কা দেওয়া কঠিন, সময় মাত্র ৫ স🔯েকেন্ড
দেখে নেওয়া যাক উত্তর
নিচের ছবিতে দাগিয়ে দেওয়া হল মহিলাটিকে। এখানেই লুকিয়ে ছিলেন মহিলাটা। ✅অনেকেই হয়তো দেখতে পেয়েছেন। অনেকেই হয়তো পাননি। যারা দেখতে পেয়েছেন, তাঁরা এখান থেকে মিলিয়ে নিন উত্তর। যারা দেখতে পাননি, তাঁরা এখান থেকে দেখে নিতে পারেন।
