Viral optical Illusion: ছবিতে থাকা কচ্ছপকে ৫ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন? রইল অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ
1 মিনিটে পড়ুন Updated: 08 Mar 2025, 10:10 AM ISToptical Illusion: তাক লাগানো এই ছবি ঘিরে রয়েছে অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ।
optical Illusion: তাক লাগানো এই ছবি ঘিরে রয়েছে অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ।
অপটিক্যাল ইলিউশনের দুনিয়া বেশ মজাদার! অনেকেই এই অপটিক্যাল ইলিউশনকে নেশা হিসাবে সঙ্গী করে নিতে পছন্দ করেন। একটি চ্যালেঞ্জ সমাধান করতেই পরের চ্যালেঞ্জ সমাধানের নেশা বুঁদ করে দেয় অনেককেই! এদিকে, সোশ্যাল মিডিয়া জুড়ে অপটিক্যাল ইলিউশনের পর পর একাধিক পোস্ট ভাইরাল হতে থাকে। আজ দেখে নেওয়া যাক, নেটিজেন পীযূষ তিওয়ারির পেজে শেয়ার হওয়া একটি অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জকে।
এই চ্যালেঞ্জে খুঁজে বের করতে হবে একটি কচ্ছপকে। ছবিতে দেখা যাচ্ছে, একটি ইঁটের রাস্তা। তার ওপরে কোথাও একটা দিয়ে হেঁটে যাচ্ছে একটি কচ্ছপ। সেই কচ্ছপ কোথায় রয়েছে, তা ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। চোখের পলক পড়তে না পড়তেই এই কচ্ছপকে খুঁজে নিতে হবে। এমন মজাদার অপটিক্যাল ইলিউশনে কে না মন দিতে চান। তবে এর উত্তর বের করা সহজ নয়।
খুব তীক্ষ্ণ নজর থাকলেই যে অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ সমাধান করা যাবে, তা নয় তার সঙ্গে প্রখর বুদ্ধিমত্তাও থাকতে হবে। খুব তীক্ষ্ণ নজর থাকলেও সব সময় তা অপটিক্যাল ইলিউশনের দুনিয়ায় আপনাকে তাবড় চ্যাম্পিয়ন করে তুলবে তা নয়। কোন বিষয় নিয়ে ইলিউশনের চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, তা নিয়েও খেয়াল রাখতে হবে। আর এই সমস্ত দিকের পয়েন্ট মিলিয়েই এই চ্যালেঞ্জের সমাধান করা যাবে।
এবার আসা যাক অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জে। এতক্ষণে কি বুঝতে পেরেছেন যে কোথায় রয়েছে কচ্ছপটি? তা বুঝতে পারলেই কেল্লা ফতে! খুব কড়া নজর রেখে দেখে নিন কোথায় রয়েছে এই কচ্ছপ। লাল রঙের ইঁটের মধ্যেই কোথাও মিশে নেই তো কচ্ছপের আদল?
( Passport Rules in India 2025: পাসপোর্ট নিয়ে বদলেছে কিছু নিয়ম! আবেদনের আগে নজর রাখুন এই তালিকায়)
বেশিক্ষণ অপেক্ষা না করে আগে দেখে নিন এর উত্তর। লাল ইঁটের মাঝেই রয়েছে সেই ছোট্ট কচ্ছপটি।